Friday, November 8, 2024

ঠ দিয়ে বাগধারা ও বাক্য প্রয়োগ তৈরি

ঠাণ্ডা লড়াই (গোপনে বিরোধিতা) : এখন ঠাণ্ডা লড়াইয়ের যুগ-মুখে মধু, পেটে বিষ।
ঠাট বজায় রাখা (অভাব চেপে রাখা) : আসাদের পেটে ভাত না থাকলে কি হবে, ঠাট বজায় রেখে চলে।
ঠাট বজায় রাখা (চাল বজায় রাখা): আজকালকার দিনে ঠাট বজায় রাখতে প্রাণ যায়।
ঠারে ঠুরে (ইশারায়) : শিক্ষার সফরের ব্যাপারে আমি ওকে ঠারে ঠুরে বুঝিয়ে দিয়েছি কি করতে হবে।
ঠোঁট কাটা (স্পষ্টভাষী) : এই এলাকায় শফিক সাহেবের মত ঠোঁট কাটা আর দ্বিতীয়টি নেই।
ঠোঁট ফুলানো (অভিমান করা) : মেয়েদের ঠোঁট ফুলানোর স্বভাব থাকবেই।
ঠোঁট সেলাই করে থাকা (নির্বাক) : সন্ত্রাসীদের ভয়ে সবাই ঠোঁট সেলাই করে বসে আছে।
ঠোঁট-কাটা (স্পষ্ট বক্তা): আচ্ছা ঠোঁটকাটা লোক তো তুমি, তার মুখের উপর অতগুলো কথা বললে।
ঠেলার নাম বাবাজী (চাপে পড়ে কাবু হওয়া) : যেই না আপনার নাম বলেছি অমনি সে টাকাটা দিয়ে দিল-একেই বলে ঠেলার নাম বাবাজি।
ঠেলার নাম বাবাজী (চাপে পড়ে কাবু হওয়া): আবুল, তবে না বলেছিলে, দেনা শোধ করবে না-কেমন, দিতে হল তো; ঠেলার নাম বাবাজী।
ঠুঁটো জগন্নাথ (অকর্মণ্য) : সারাদিন ঘরে বসে থাকতে থাকতে তুমি ঠুঁটো জগন্নাথ হয়ে যাচ্ছে।

তথ্যসূত্র: পুরাতন বইয়ের দোকান/লাইব্রেরি হতে বিভিন্ন লেখকের বাংলা ব্যাকরণ বই সংগ্রহ করে তা এখানে লিপিবদ্ধ করা হয়েছে।

Related Articles

Latest Articles