ডাকাবুকো (দুরন্ত): কিহে বাপু, ডাকাবুকো খান সাহেবের ছেলে তুমি, এমন বোকা।
ডাকের সুন্দরী (খুবই সুন্দরী) : তোমার মত ডাকের সুন্দরী দেখে ছেলেরা পাগল হবেই।
ডান হাতের ব্যাপার (আহার ভোজন): একটু অপেক্ষা কর ভাই, আমি চট করে ডান হাতের ব্যাপারটা সেরে নিই।
ডান হাতের ব্যাপার (খাওয়া) : আস দু’জন মিলে ডান হাতের কাজটা সেরে ফেলি।
ডানাকাটা পরী (অসাধারণ সুন্দরী) : মেয়ে তো নয় যেন, ডানাকাটা পরী।
ডামাডোল (গোলযোগ) : যুদ্ধের ডামাডোলে লাখো পরিবার নিঃস্ব হয়ে যায়।
ডামাডোল (গোলযোগ): লড়াইয়ের ডামাডোলে কন্ট্রাক্টাররা প্রচুর মুনাফা করেছে।
ডিমে রোগা (জন্ম হতে রোগা) : ডিমে রোগা ছেলেটি কোন কঠিন কাজ করতে পারে না।
ডুবে ডুবে জল খাওয়া (গোপনে কাজ করা) : ডুবে ডুবে জল খেলেও সবাইকে কালক্রমে ধরা দিতে হয়।
ডুবে ডুবে পানি খাওয়া (গোপনে কুকাজ করা): বাহিরে সে বেশ ভাল, কিন্তু ডুবে ডুবে পানি খায়।
ডুবে ডুবে পানি খাওয়া (গোপনে) : এভাবে আর কতকাল ডুবে ডুবে পানি খাবে?
ডুমুরের ফুল (যার দেখা পাওয়া যায় না) : কি হে মান্নান, আজকাল ডুমুরের ফুল হয়ে উঠলে যে।
ডুমুরের ফুল (দুর্লভ দর্শন): কি ভাই ফরিদ! আজকাল তো দেখাই পাই না; ডুমুরের ফুল হয়ে গেছ মনে হয়।
তথ্যসূত্র: পুরাতন বইয়ের দোকান/লাইব্রেরি হতে বিভিন্ন লেখকের বাংলা ব্যাকরণ বই সংগ্রহ করে তা এখানে লিপিবদ্ধ করা হয়েছে।