Wednesday, October 9, 2024

ঢ দিয়ে বাগধারা ও বাক্য প্রয়োগ তৈরি

ঢু মারা (খোঁজ করা) : তোমার দোকানে বেশ কয়েকবার ঢু মেরেও তোমাকে পেলাম না।
ঢাক ঢাক গুড়গুড় (কপটতা): কোর্টে সাক্ষ্য দেব তো ঢাক ঢাক গুড়গুড় করতে পারব না, সত্য কথা বলব।
ঢাকের কাঠি (তোষামোদ): কেরানী সাহেব বড় সাহেবের ঢাকের কাঠি।
ঢাকের কাঠি (তোষামোদে) : শফিকের মতো ঢাকের কাঠি লোক আমি দ্বিতীয়টি দেখিনি।
ঢাকের বায়া (অকেজো): আমিনুল একাই কাজটি করেছে, তার বন্ধু আমিন ঢাকের বায়া।
ঢাকের বাঁয়া (নিষ্কর্মা) : রহিম সাহেব তার ঢাকের বাঁয়া ছেলেটাকে নিয়ে বড় বিপদে আছে।
ঢিমে তেতালা (মৃদুগতি): জলদি করো, ঢিমে তেতালায় কাজ করলে সব পন্ড হবে।
ঢেউ গনা (বাজে কাজে সময় নষ্ট করা) : পড়াশুনা বাদ দিয়ে নদীর ঢেউ গুনে লাভ নেই।
ঢেঁকির কচকচি (বিরক্তিকর কথা) : দেখ! তোমার ওসব ঢেঁকির কচকচি শুনে লাভ নেই।
ঢেঁকির কুমির (অপদার্থ) : আজাদের মতো ঢেঁকির কুমির দিয়ে কোন কাজ হয় না।
ঢেলে সাজানো (নতুন করে তৈরি) : মজিদ ও জমিলা তাদের সংসার ঢেলে সাজাতে চায়।
ঢলাঢলি (কেলেঙ্কারি): স্কুল-কলেজের সহশিক্ষা যদি ঢলাঢলির সৃষ্টি করে তাহলে অবশ্য পরিত্যাজ্য।

তথ্যসূত্র: পুরাতন বইয়ের দোকান/লাইব্রেরি হতে বিভিন্ন লেখকের বাংলা ব্যাকরণ বই সংগ্রহ করে তা এখানে লিপিবদ্ধ করা হয়েছে।

Related Articles

Latest Articles