প্র : তসলিমা নাসরিন কবে, কোথায় জন্মগ্রহণ করেন?
উ : ১৯৬২ সালের ২৫শে আগস্ট, ময়মনসিংহে।
প্র : তিনি মূলত কী হিসেবে পরিচিতি?
উ : নারীবাদী লেকক হিসেবে।
প্র : তাঁর গ্রন্থগুলোর নাম কী?
উ : কবিতা : শিকড়ে বিপুল ক্ষুধা (১৯৮৬), নির্বাসিত বাহিরে অন্তরে (১৯৮৯), আমার কিছু যায় আসে না (১৯৯০), অতলে অন্তরীণ (১৯৯১), বালিকার গোল্লাছুট (১৯৯২), নির্বাচিত নারী (১৯৯২), বেহুলা একা ভাসিয়েছিল ভেলা (১৯৯৩) ইত্যাদি। গ্রল্পগ্রন্থ : ভালোবাসো ? ছ্ াবিাসো (২০০৮)
উপন্যাস : অপরপক্ষ (১৯৯২), শোধ (১৯৯২), ভ্রমর কৈও গিয়া (১৯৯৩) লজ্জা (১৯৯৩) ইত্যাদি।
প্রবন্ধ : নষ্ট মেয়ের নষ্ট গদ্য (১৯৯২), যাবো না কেন? যাবো (১৯৯২), আমার মেয়েবেলা (১৯৯৩), ছোট ছোট দুঃখ কথা (১৯৯৪), একা (২০০৩), নারীর কোনো দেশ নেই (২০০৭) ইত্যাদি।
আত্মকাহিনি : আমার মেয়েবেলা (১৯৯৯), উতল হাওয়া (২০০১), ক (২০০৩), দ্বিখন্ডিত (২০০৪), খ (২০০৫), আমি ভালো নেই, তুমি থেকো প্রিয় দেশ (২০০৬)।
প্র : তাঁর সম্পাদিত গ্রন্থের নাম কী?
উ : ফ্যান দাও (১৯৯৩)।