Wednesday, September 11, 2024

ত দিয়ে বাগধারা ও বাক্য প্রয়োগ তৈরি

তক্কে তক্কে থাকা (গোপনে সতর্ক থাকা) : মুক্তিযোদ্ধারা তক্কে তক্কে থেকেই যুদ্ধ করেছিলেন।
তাইরে নাইরে না (বৃথা সময় নষ্ট করা) : তাইরে নাইরে না করে সময় কাটায়ে এখন বকুল চোখে সরষে ফুল দেখছে।
তাক লাগা (আশ্চর্য হওয়া): আট বছরের ছেলে জহির ওস্তাদী গান গেয়ে সভাস্থ সকল লোককে তাক লাগিয়ে দিল।
তাক লাগান (অবাক করা) : বিশ্বকাপে সেঞ্চুরি করে অপু সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।
তামার বিষ (অর্থের কু-প্রভাব) : রহিমের ছেলেটাকে তামার বিষই শেষ করলো।
তামার বিষ (অর্থের কুপ্রভাব): মানুষকে মানুষ বলে গ্রাহ্য কর না; তোমাকে তামার বিষে পেয়েছে বুঝি?
তাল সামলানো (শেষ রক্ষা): বুঝে সুঝে কাজ কর, শেষে তাল সামলানো দায় হবে, বুঝলে?
তালকানা (আনাড়ি) : যদুর মতো তালকানা লোকটাকে এ কঠিন কাজ দিও না, সব নষ্ট করে দেবে।
তালকানা (কাণ্ডজ্ঞানহীন) : বিপ্লবের মতো তালকানা লোকদের সাথে বন্ধুত্ব জমে না।
তালকানা (তাল-মান বোধহীন): তোর মত এত বড় তালকানা লোক খুব কমই দেখেছি।
তালপাতার সেপাই (অত্যন্ত দুর্বল) : তালপাতার সেপাই হয়ে সে ঐ বদমায়েশটার সাথে লাগতে গেল কেন?
তালপাতার সেপাই (কৃশকায়): ছো! এই নাকি স্বাস্থ্য, এত তালপাতার সেপাই।
তাসের ঘর (ক্ষণস্থায়ী) : এ সংসার তাসের ঘর, কি নিয়ে আমরা বড়াই করি।
তাসের ঘর (ক্ষণস্থায়ী): এ সংসার তাসের ঘর। কী নিয়ে আমরা এখানে বড়াই করি।
তিলকে তাল করা (অতিরিক্ত করা): ওর স্বভাই হল তিলকে তাল করা, ওর কথায় কোন গুরুত্ব দেবেন না।
তিলকে তাল করা (মাত্রাতিরিক্ত করা) : হাবিবের মতো আমাদের অনেকেরই এমন বদ অভ্যাস রয়েছে, যারা তিলকে তালে পরিণত করে।
তীর্থের কাক (লোলুপ বা লোভী ব্যক্তি): সে তীর্থের কাকের মত হা করে বসেছিল।
তীর্থের কাক (সাগ্রহে অপেক্ষাকারী) : মা ছেলের জন্য তীর্থের কাকের মতো বসে আছে।
তেল বাড়া (অহংকার): তোর খুব তেল বেড়েছে দেখছি।
তেলা মাথায় তেল দেওয়া (যার আছে তাকে আরো দেওয়া): দুনিয়ার সবাই তেলা মাথায় তেল দেয়, গবীবের কেউ নেই।
তেলে বেগুনে জ্বলা (রাগে উত্তেজিত হওয়া) : অফিসের বস সামান্য একটা বিষয়ে তেলে বেগুনে জ্বলে উঠলেন।
তেলে বেগুনে জ্বলে উঠা (ক্রুদ্ধ হওয়া): ছাত্রের ঔদ্ধত্যপূর্ণ উত্তর শুনে শিক্ষক তেলে বেগুনে জ্বলে উঠলেন।
তোলপাড় করা (আলোড়ন সৃষ্টি করে) : সাহিত্যে নোবেল পুরস্কার পেয়ে রবীন্দ্রনাথ তোলপাড় করে দিয়েছে।
ত্রাহি ত্রাহি (পরিত্রাণ কর বলে চিৎকার): নদীতে প্রবল ঝড়ের মধ্যে পড়ে নৌকারোহিগণ এাহি এাহি ডাক ছাড়ল।
তুলাধুনা করা (দুর্দশাগ্রস্ত করা) : দুই বন্ধু মিলে মুন্নাকে মেরে তুলাধুনা করেছে।
তুলসী বনের বাঘ (ভণ্ড): লোকটা মুখে বক্তৃতাও দেয়, মসজিদে নামাযও পড়ে, কিন্তু আসলে তুলসী বনের বাঘ।
তুলসীবনের বাঘ (ভণ্ড) : মুন্নাকে ভালো মনে কর? সে তুলসীবনের বাঘ।
তুষের আগুন (অন্তরের গোপন জ্বালা) : চোখের সামনে স্বামীকে নষ্ট হতে দেখে বউটা তুষের আগুনে পুড়ছে।
তুষের আগুন (দগ্ধকারী দুঃখ): পুত্রশোকে পিতার বুকে তুষের আগুন ধিকি ধিকি জ্বলছে।
তুষের আগুন (দীর্ঘস্থায়ী যন্ত্রণা) : ছেলের মৃত্যুতে মায়ের মন তুষের আগুনের মতো জ্বলে উঠল।
তুড়ি দেয়া (অবজ্ঞা করা) : আমার কথাটাকে এভাবে তুড়ি মেরে উড়িয়ে দেয়া ঠিক হয়নি।
তড়িঘড়ি (দ্রুত) : অভি এত তড়িঘড়ি করে কোথায় যাচ্ছ?

তথ্যসূত্র: পুরাতন বইয়ের দোকান/লাইব্রেরি হতে বিভিন্ন লেখকের বাংলা ব্যাকরণ বই সংগ্রহ করে তা এখানে লিপিবদ্ধ করা হয়েছে।

Related Articles

Latest Articles