থ হওয়া (স্তম্ভিত হওয়া) : এসএসসি পরীক্ষায় এ প্লাস পাওয়ার খবর শুনে শামীম থ হয়ে গেল।
থ’হয়ে যাওয়া; থতমত খাওয়া (কিংবর্তব্য বিমূঢ় হওয়া): কি কথার ঢং, এতটুকু ছেলে না তার কথা শুনে থ’হয়ে গেলাম।
থই থই করা (পরিপূর্ণ) : বর্ষায় আমাদের চারপাশ পানিতে থই থই করছে।
থই পাওয়া (তলা পাওয়া) : দিনার মতো কূটবুদ্ধিসম্পন্ন মানুষের থই পাওয়া কঠিন।
থাবাথুবি দিয়ে রাখা (ভুলিয়ে রাখা): ক্রন্দনরত বালকটাকে জননী থাবাথুবি দিয়ে রাখলেন।
থোঁতা মুখ ভোঁতা হওয়া (বড় মুখ ছোট হওয়া): আঃ এত দেমাক কিসের জন্য, ছেলে যা কেরেঙ্কারি করেছে তাতে তোমার থোঁতা মুখ ভোঁতা হয়েছে টের পাওনা?
থৈ পাওয়া (সীমা পাওয়া): এত করলাম অথচ তোমাকে খুশী করা গেল না, তোমার মনে থৈ পাওয়া কি আমার সাধ্যি?
থোড়াই কেয়ার করা (কিছুমাত্র গ্রাহ্য না করা) : ব্রাজিলের ফুটবলাররা বাংলাদেশি খেলোয়ারদের থোড়াই কেয়ার করে।
থতমত খাওয়া (কি করা উচিত বুঝতে না পারা) : হঠাৎ প্রধান শিক্ষক ক্লাসে এসে পড়ায় ছাত্ররা থতমত খেল।
তথ্যসূত্র: পুরাতন বইয়ের দোকান/লাইব্রেরি হতে বিভিন্ন লেখকের বাংলা ব্যাকরণ বই সংগ্রহ করে তা এখানে লিপিবদ্ধ করা হয়েছে।