প্র : দৌলত উজির বাহরাম খান এর জন্ম কোথায়? পিতা কে?
উ : ফতেহাবাদ, চট্টগ্রাম। পিতা চট্টলাধিপতির উজির মোবারক খান।
প্র : তাঁর প্রকৃত নাম কী?
উ : আসাউদ্দীন
প্র : তাঁর উপাধি কী?
উ : দৌলত উজির বাহরাম খা
প্র : তাঁর রচিত প্রথম কাব্যের নাম কী?
উ : ‘জঙ্গনামা’ বা ‘মক্তুল হোসেন’
প্র : তাঁর রচিত দ্বিতীয় কাব্যের নাম কী?
উ : লায়লী মজনু (১৫৪৩-১৫৫৩)
প্র : তাঁর লায়লী মজনু কার কাব্য অবলম্বনে রচিত?
উ : পারসি কবি আবদুর রহমান জামির লায়লী মজনু (১৪৪৮)।
প্র : তিনি কী কী ভাষার পারদর্শী ছিলেন?
উ : আরবি ও পারসি ভাষা এবং ইসলামি ধর্মশাস্ত্রের মত হিন্দু ধর্মশাস্ত্র ও সংস্কৃত ভাষায়।
প্র : লাইলী মজনুর মত বিশ্বখ্যাত বিরহকথা নিয়ে বাংলা ভাষায় প্রথম কে কাব্য রচনা করেন?
উ : দৌলত উজির বাহরাম খান
প্র : তাঁর লাইলী মজনু কাব্যের বৈশিষ্ট্য কী?
উ : জামির কাব্যে আধ্যাত্মিকতা প্রধান ছিল, বাহরাম খার কাব্য মানবিক প্রেমবোধ প্রধান।