প্র : দৌলত কাজীর জীবনকাল কত?
উ : আনুমানিক ১৬০০ থেকে ১৬৩৮ খ্রি.।
প্র : তিনি কোথায় জন্মগ্রহণ করেন?
উ : সুলতানপুর গ্রাম, রাউজান, চট্টগ্রাম।
প্র : তিনি মূলত কী ছিলেন?
উ : মধ্যযুগের বিশিষ্ট্য কবি।
প্র : তিনি কী কী ভাষায় জ্ঞানের অধিকারী ছিলেন?
উ : বাংলা, সংস্কৃত, হিন্দি ও ব্রজবুলি ভাষায়।
প্র : দৌলত কাজী কার উৎসাহ ও পৃষ্ঠপোষকতা হিন্দি কাব্য অবলম্বনে কাব্য রচনায় উৎসাহী হয়?
উ : আরাকানের রাজা সুধমর্রে সমর সচিব আশারাফ খানের।
প্র : তাঁর রচিত কাব্যের নাম কী?
উ : সতী ময়না ও লোর চন্দ্রানী।
প্র : এই গ্রন্থের মূল কী?
উ : হিন্দি কবি সাধনের মৈনাসৎ নামক কাব্য।
প্র : তাঁর রচনায় কোথা থেকে অনুষঙ্গ ব্যবহারে কৃতিত্ব প্রদর্শন করেন?
উ : রামায়ণ, মহাভারত ও বৈষ্ণব পদাবলী।
প্র : কাব্য রচনার শেষ পর্যায়ে তাঁর মৃত্যু হলে কে তা সম্পূর্ণ করেন?
উ : আলাওল (১৬৫৯)।
প্র : ‘লোকচন্দ্রানী’ কাব্যটি কোন ছন্দে রচিত?
উ : পয়ার ত্রিপদী ছন্দে।
প্র : দৌলত কোন মতাবলম্বী মুসলমান ছিলেন?
উ : সুফি মতাবলম্বী।