প্র : দ্বিজেন্দ্রলাল রায় এর জন্ম তারিখ কত?
উ : ১৯শে জুলাই, ১৮৬৩।
প্র : তিনি কোথায় জন্মগ্রহণ করেন?
উ : কৃষ্ণনগর, নদীয়া।
প্র : তিনি কী নামে পরিচিত?
উ : ডি.এল. রায়।
প্র : তাঁর ছাত্রাবস্থায় প্রকাশিত প্রথম কাব্যের নাম কী?
উ : আর্যগাথা (১৮৮২)।
প্র : তাঁর রচিত ইংরেজি কাব্যগ্রন্থের নাম কী?
উ : Lyrics of Ind.
প্র : তিনি কী কী হিসেবে খ্যাতি অর্জন করেন?
উ : কবি, নাট্যকার ও গীতিকার।
প্র : বাংলা নাটকে তাঁর প্রথম কৃতিত্ব কী?
উ : সার্থক দ্বন্দ্বমূলক চরিত্র সৃষ্টিতে।
প্র : তাঁর রচিত সার্থক ঐতিহাসিক নাটক কী?
উ : সাজাহান (১৯০৯)।
প্র : সম্রাট সাজাহানকে নিয়ে অনেকেই নাটক লিখেছেন। এঁদের মধ্যে প্রথম কে সাজাহানকে নিয়ে নাটক লিখেন।
উ : দ্বিজেন্দ্রলাল রায়।
প্র : তিনি কী হিসেবে স্বকীয়তার পরিচয় দিয়েছেন?
উ : গীতিকার ও সুরকার হিসেবে।
প্র : তিনি কোন বিখ্যাত সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন?
উ : পূর্ণিমা সম্মিলন (১৯০৫)।
প্র : তাঁর রচিত গ্রন্থগুলো কী?
উ : আর্যগাথা (১ম ভাগ ১৮৮২, ২য় ভাগ ১৮৯৩), মন্দ্র (১৯০২), আলেখ্য (১৯০৭), ত্রিবেণী (১৯১২) ইত্যাদি।
প্র : ‘ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা’ গাটির রচয়িতা কে?
উ : ডি.এল. রায়।
প্র : তাঁর রচিত ব্যঙ্গ কবিতাগুলো কী?
উ : আষাঢ়ে (১৮৯৯), হাসির গান (১৯০০)।
প্র : দ্বিজেন্দ্রলাল রায়ের রচিত কাব্যনাট্যের নাম কী?
উ : পাষাণী (১৯০০)।
প্র : তাঁর রচিত ঐতিহাসকি নাটক কী কী?
উ : প্রতাপসিংহ (১৯০৫), দুর্গাদাস (১৯০৬), মেবার পতন (১৩১৫), নূরজাহান (১৯০৮), সাজাহান (১৯০৯), চন্দ্রগুপ্ত (১৯১১), সিঙহল বিজয় (১৯১৬)।
প্র : ‘সাজাহান’ নাটকের পরিচয় দাও।
উ : ‘সাজাহান’ (১৯০৯) মোগল সম্রাট সাজাহানের জীবন অবলম্বনে রচিত ঐতিহাসিক নাটক। নায়কের করুণ জীবন নাটকটিকে অত্য্ত জনপ্রিয় করেছিল। বাংলা নাট্যজগতের অন্যতম মঞ্চসফল নাটক ‘সাজাহান’। সংলাপের আড়ম্বর, বাকশেলীর বর্ণাঢ্যতা, আবেগের প্রচন্ডতা ও ঘটনার অতি-নাটকীয়তা এই নাটকের প্রধান বৈশিষ্ট্য। সম্রাট সাজাহানকে নিয়ে দ্বিজেন্দ্রলালই প্রথম নাটক লেখেন।
প্র : ‘চন্দ্রগুপ্ত’ নাটকের পরিচয় দাও।
উ : ‘চন্দ্রগুপ্ত’ (১৯১১) জনপ্রিয় নাটক। গ্রিক-ভারতীয় সম্পর্কের ইতিহাসের একটি বিশেষ মুহূর্তকে এই নাটকের পটভূমি করা হয়েছে। এই নাটকের কেন্দ্রীয় চরিত্র চাণক্যের মধ্যে কাঠিন্য এবং কোমলতার বিপরীত সমাবেশ, দেশপ্রেমের উদ্দীপ্তি এবং ভাষার আড়ম্বর এই তিনদিক থেকে বাংলা নাটকের ইতিহাসে ‘চন্দ্রগুপ্ত’ বিশেষভাবে আলোচিত হয়।
প্র : তাঁর রচিত সামাজিক নাটকগুলো নাম কি?
উ : পরপারে (১৯১২), বঙ্গনারী (১০১৬), নকশা ও প্রহস : এক ঘরে (১৮৮৯), কল্কি অবতার (১৮৯৫), বিরহ (১৮৯৭), এ্যহস্পর্শ (১৯০০), প্রায়শ্চিত্ত (১৯০২), পুনর্জন্ম (১৯১১), আনন্দ বিদায় (১৯১২)।
প্র : তাঁর রচিত রোমান্টিক পৌরাণিক নাটক কী কী?
উ : চন্দ্রগুপ্ত (১৯১১), সিংহল বিজয় (১৯১৬)।
প্র : তাঁর মৃত্যু তারিখ কত?
উ : ১৭ মে, ১৯১৩।