Wednesday, December 4, 2024

দ্বিজ বংশীদাস

প্র : দ্বিজ বংশীদাসের জন্মস্থান কোথায়?
উ : পাতোয়ারি গ্রাম, কিশোরগঞ্জ।
প্র : তাঁর জীবনকাল লেখ?
উ : ষোড়শ শতাব্দী।
প্র : তিনি মূলত কী ছিলেন?
উ : কবি।
প্র : তিনি কী কী শাস্ত্রে সুপন্ডিত  ছিলেন?
উ : সংস্কৃত, পুরাণ, আগম, তন্ত্রাদি শাস্ত্রে।
প্র : তিনি কোন কাব্যের অন্যতম প্রধান কবি?
উ : পদ্মপুরাণ বা মনসামঙ্গল।
প্র : তিনি কখন মনসামঙ্গল কাব্য রচনা করেন?
উ : ১৫৫৭-এ।
প্র : তিনি তাঁর কাব্যে কী দৃঢ়তার সঙ্গে অঙ্কন করেন?
উ : বেহুলার দুঃখের চিত্র ও চাঁদ সওদাগরের চরিত্রের দৃঢ়তা।
প্র : দ্বিজ বংশীদাস রচিত অন্য কাব্যগুলো কী?
উ : কৃষ্ণ গুণার্ণব, রামসীতা ও চন্ডী।

Related Articles

Latest Articles