দু’কান কাটা (বেহায়া): জেল খেটে খেটে এই পাকা চোরটি দু’কান কাটা হয়ে পড়ছে।
দু’চোখের বিষ (পরম শত্রু) : ফিলিস্তিন ও ইসরাইল সব সময়েই দুই দেশের দু’চোখের বিষ।
দু’মুখো সাপ (দুদিক থেকে ক্ষতিকর) : মানুষের দু’মুখো সাপের নীতি পরিহার করা উচিত।
দু’হাতে খরচ করা (বেহিসেবি) : মেয়ের বিয়েতে দীপা দুহাতে টাকা খরচ করেছে।
দক্ষযজ্ঞ ব্যাপার (বিরাট সমারোহ): চৌধুরী বাড়িতে বিবাহের হৈ চৈ পড়েছে, যেন দক্ষযজ্ঞ ব্যাপার।
দাঁও মারা (মোটা লাভ করা): সুযোগ বুঝে ব্যবসায়ী এক দাঁও মারার চেষ্টা করছে।
দা-কুমড়া (শত্রুভাব) : দু’ভাইয়ের দা-কুমড়া সম্পর্ক আমৃত্যুই থেকে গেল।
দা-কুমড়া সম্বন্ধ (শত্রট্টভাব): বাপ-বেটায় দা-কুমড়া সম্বন্ধ! বল কি হে?
দা-কুমড়া সম্বন্ধ (শত্রুতা) : ভাইয়ে-ভাইয়ে দা-কুমড়া সম্বন্ধ থাকা ঠিক নয়।
দাঁতে কুটা কাটা (বিনীত হওয়া): শিষ্য ওস্তাদের কাছে দাঁতে কুটা কেটে উপস্থিত হল।
দিন থাকতে (উপযুক্ত সময়ে) : দিন থাকতে হাঁটো, বয়স থাকতে খাটো।
দিন ফুরানো (আয়ু শেষ হওয়া) : দিন ফুরানোর আগেই পরকালের জন্য ভালো কাজ করে নাও।
দিনকে রাত করা (সত্যকে মিথ্যা প্রমাণ করা) : করিম যুক্তি দিয়ে দিনকে রাত করতে চায়।
দেঁতো হাসি (কৃত্রিম হাসি) : বিরু কথাটা শুনে দেঁতো হাসি হাসলেন।
দুধ কলা দিয়ে সাপ পোষা (আদর করে শত্রু পালা) : নিঃসন্তান সৎমা বুঝতে পারেনি তার সৎপুত্র দুধ কলা দিয়ে পোষা সাপ হয়ে দাঁড়াবে।
দুধে ভাতে থাকা (সুখে থাকা) : আমাদের দেশের সন্তানেরা যেন থাকে দুধে ভাতে।
দুধে-ভাতে থাকা (ভালভাবে থাকা): দোয়া করুন হুজুর, আমার ছেলেমেয়ে যেন দুধে-ভাতে থাকে।
দুধের ছেলে (কচি ছেলে) : এই টুকুন দুধের ছেলেকে দিয়ে সংসারের কাজ করানোটা ঠিক হয়নি।
দুধের মাছি (সুসময়ের বন্ধু) : জীবনে দুধের মাছি অভাব হয় না।
দুধের মাছি (সুসময়ের বন্ধু): অর্থই সব, অর্থ থাকলে কি আর দুধের মাছির অভাব হয়?
দুধের সাধ ঘোলে মিটানো (ভালোর অভাব মন্দ দিয়ে পূরণ) : দুধের সাধ কখনও ঘোলে মিটে না।
দুধের সাধ ঘোলে মেটানো (উৎকৃষ্ট বস্তুর অভাব নিকৃষ্ট বস্তুর দ্বারা মেটানো): মাতৃস্নেহে কি অন্য আত্মীয়ের যত্নে মেটে, দুধের সাধ ঘোলে মেটাতে পারে না।
দন্তস্ফুট করা (কঠিন বিষয়ে প্রবেশ): অঙ্কটি এমনই দুরূহ যে সহজে দস্তস্ফুট করা গেল না।
দুধ-কলা দিয়ে সাপ পোষা (যত্ন করে শত্রট্ট পোষা): টের পাইনি; দুধ কলা দিয়ে সাপ পুষেছিলাম, সুযোগ পেয়ে পালিয়ে গেল।
দুমুখো সাপ (যার মুখে দুই রকমের কথা বের হয়): মান্নান একজন দুমুখো সাপ, এর কথা ওকে বলে, ওর কথা একে বলে।
দরকষাকষি (দামাদামি করা) : দরকষাকষি করে যে-কোনো জিনিস কিনতে হয়।
দশের লাঠি একের বোঝা (সকলে মিলে কাজ করলে সহজ, কিন্তু একজনের পক্ষে বোঝাস্বরূপ): তোমরা দেশের মানুষ, কাজ করে যাও, কোন সমস্যাই কঠিন নয়, জানো তো, দশের লাঠি একের বোঝা।
দহরম মহরম (নিবিড় সম্পর্ক) : ওদের দু’বন্ধুত্বে ছোটবেলা থেকেই বেশ দহরম মহরম।
দহরম মহরম (মাখামাখি বন্ধুত্ব): দু’জনের মধ্যে খুব দহরম মহরম দেখছি, বন্ধুত্ব টিকলে হয়।
তথ্যসূত্র: পুরাতন বইয়ের দোকান/লাইব্রেরি হতে বিভিন্ন লেখকের বাংলা ব্যাকরণ বই সংগ্রহ করে তা এখানে লিপিবদ্ধ করা হয়েছে।