ধামা চাপা দেয়া (গোপন করা) : পরীক্ষার রেজাল্টের খবর কি আর ধামা চাপা দেয়া যায়?
ধামা ধরা (তোষামোদ করা): অপরের ধামা ধরে যাদের দু’মুঠো অন্নের সংস্থান করতে হয়, তাদের জীবনের আর কি মূল্য?
ধামাধরা (তোষামোদে ব্যক্তি) : বড় লোকের ধামাধরার অভাব হয় না।
ধোলাই দেয়া (প্রচ- প্রহার করা) : চোরটাকে হাতে নাতে ধরে সবাই আচ্ছা মতো ধোলাই দিল।
ধরাকে সরা জ্ঞান করা (অসম্ভবকে সম্ভব করার চেষ্টা) : কুয়েত থেকে হঠাৎ পেট্রোডলার কামিয়ে মিজান ধরাকে সরা জ্ঞান করতে চাচ্ছে।
ধরাকে সরা জ্ঞান করা (কাউকেও গ্রাহ্য না করা): এখন কাঁচা বয়স মোটা টাকা রোজগার করছ, ধরাকে সরা জ্ঞান করবে বৈ কি!
ধরি মাছ না ছুঁই পানি (কৌশলে কার্যসিদ্ধি): ধরি মান না ছুঁই পানি গোছের কাজ হেডমাস্টার সাহেবের অপছন্দ-কেননা খাঁটি মানুষ তিনি।
ধর্মের কল (সত্য) : ধর্মের কল বাতাসে নড়ে।
ধর্মের ঢাক আপনি বাজে (পাপ গোপন না থাকা): দারোগা সাহেবের ঘুষ খাওয়ার কথা প্রকাশ পেলে সবাই বলাবলি করতে লাগল যে ধর্মের ঢাক আপনি বেজেছে।
ধর্মের ষাঁড় (ব্যঙ্গার্থে, স্বেচ্ছাচারী ব্যক্তি): বাপ মরেছে তবু সংসারের কোন চিন্তা নেই ওর, ও যেন এক ধর্মের ষাঁড়।
ধর্মপুত্র যুধিষ্ঠির (ধার্মিক): ধর্মপুত্র যুধিষ্ঠির আর কি; সারাজীবন মিথ্যার বেসাতি করল, আজ কি না সে সত্য কথা বলেছে।
তথ্যসূত্র: পুরাতন বইয়ের দোকান/লাইব্রেরি হতে বিভিন্ন লেখকের বাংলা ব্যাকরণ বই সংগ্রহ করে তা এখানে লিপিবদ্ধ করা হয়েছে।