(১) ট ঠ ড ঢ-এর পূর্বে ণ (‘বণ্টন, লুণ্ঠন, অণ্ড, ঢুণ্ডি)।
(২) ঋ র ষ-এর পর ণ (‘তৃণ, বর্ণ, উষ্ণ’)।
(৩) ঋ র ষ + স্ব ক-বর্গ প-বর্গ ষ ব হ ং এই সকলের একটি বা একাধিক বর্ণের পর ণ (‘সৃক্কণী, দর্পণ, ম্রিয়মাণ, শ্রবণ, বৃংহণ’)।
(৪) সমাস হইলে দ্বিতীয় পদের ন অপরিবর্তিত থাকে (সর্বনাম, রঘুনন্দন, বরানুগমন, দুর্নাম, দুর্নিমিত্ত, দুর্নীতি)। কিন্তু প্র পরা পরি র্নি উপসর্গের পর প্রায় ণ হয় (‘প্রণত, প্রণয়, প্রণয়ন, প্রণব, প্রণাম, প্রণাশ, প্রণিধান, প্রণিপাত, প্রণীত, প্রণোদিত, প্রবাহিণী, পরায়ণ, পরিণত, পরিণয়, পরিণাম, পরিণীত; নির্ণয়, নির্ণীর্ত’)। অথচ-‘প্রণষ্ট, পরিনির্বাণ, নির্নিমেষ’।
(৫) সমাস সত্ত্বেও কতকগুলি পদের ন ণ হয় যথা-অগ্রণী, অপরাহ্ন, অগ্রহায়ণ, উত্তরায়ণ, গ্রামণী, চান্দ্রায়ণ, নারায়ণ, পরাহ্ন, পূর্বাহ্ন, রামায়ণ, শূর্পণখা।
(৬) ত থ দ ধ-এর পূর্বে ন্ (‘বৃন্ত, গ্রন্থ, ক্রন্দন, বন্ধন’)।
(৭) পদের অন্তেণ্ হয় না, কেবল ন্ হয় (‘শ্রীমান্, ব্রহান্’)।
(৮) কতগুলি শব্দে স্বভাবত: ণ হয়, যথা- ‘অণু, আপণ, কঙ্কণ, কণা, কণিকা, কল্যাণ, কোণ, গণ, গণ্য, গৌণ, ঘূণ, চিক্কণ, তূণ, নিপুণ, পণ, পাণি, পুণ্য, বণিক, বাণ, বাণিজ্য, বাণী, বিপণি, বীণা, বেণী, বেণু, ফণা, লবণ, লাবণ্য শণ, শোণ, শোণিত, স্থাণু’।