বিবৃত অ (cut এর u)। -মূল শব্দে বিবৃত অ থাকিলে বাংলা বানানে আদ্য অক্ষরে আ-কার এবং মধ্য অক্ষরে অ-কার বিধেয়, যথা- ‘ক্লাব (club), বাস (bus), সার (sir), থার্ড, (third), বাজেট (budget), সার্কস (circus), ফোকাস (focus), রেডিয়ম (redium), হিরোডোটাস (herodutus)’।
বক্র আ (বা বিকৃত এ, cat এর a)। -মূল শব্দে বক্র আ থাকিলে বাংলায় আদিতে অ্যা এবং মধ্যে ্যা বিধেয় যথা- ‘অ্যাসিড, হ্যাট’।
ঈ ঊ। -মূল শব্দের উচ্চারণে ঈ ঊ থাকিলে বাংলা বানানে ঈ ঊ বিধেয়, যথা- ‘সীল (seal), ঈস্ট (yeast), স্পূল (spool)’।
f v স্থানে ফ ভ বিধেয়, যথা- ‘ফুট (foot), ভোট (vote), যদি মূল শব্দে v এর উচ্চারণ f তুল্য হয়, তবে বাংলায় ফ হইবে, যথা- ‘ফন (von)’.
w স্থানে প্রচলিত রীতি অনুসারে উ বা ও বিধেয়, যথা- ‘ডারউইন (Darwin), উড (wood), ওয়ে (way)।
য়। -নবাগত বিদেশী শব্দে অনর্থক য়-প্রয়োগ বর্জনীয়। ‘মেয়র, চেয়ার, রেডিয়ম, সোয়েটর’ প্রভৃতি বানান চলিতে পারে, কারণ য় লিখিলেও উচ্চারণ বিকৃত হয় না। কিন্তু উ-কার বা ও-কারের পর অকারণে য়, য়া, লেখা অনুচিত। ‘এডোয়ার্ড, ওয়ার-বন্ড্’ না লিখিয়া ‘এডওআর্ড, ওঅর-বন্ড’ লেখা উচিত। ‘হার্ডওয়ার’ বানানে দোষ নাই।
s, sh। -১০ সংখ্যক নিয়ম দ্রষ্টব্য।
st। -নবাগত বিদেশী শব্দে st স্থানে স্ট বিধেয়, যথা-‘স্টোভ (stove)’।
z স্থানে জ বিধেয়।
হস্-চিহ্ন। -৪ সংখ্যক নিয়ম দ্রষ্টব্য।