Wednesday, December 4, 2024

নরেন বিশ্বাস

প্র : নরেন বিশ্বাস কবে, কোথায় জন্মগ্রহণ করেন?
উ : ১৬ই নভেম্বর ১৯৪৫, মাঝিগাতি, গোপালগঞ্জ।
প্র : তিনি মূলত কী ছিলেন?
উ : অধ্যাপক ও আবৃত্তিকার।
প্র : বাংলাদেশে আবৃত্তিগুরু কাকে বলা হয়?
উ : নরেন বিশ্বাসকে।
প্র : তাঁর প্রকাশিত গ্রন্থগুলো রনাম কী?
উ : অলঙ্কার অম্বেষা (১৯৭৬), কাব্যতত্ত্ব অম্বেষা (১৯৮২), প্রসঙ্গ : বাঙলা ভাষা (১৯৮৫), ভারতীয় কাব্যতত্ত্ব (১৯৮৫); সম্পাদনা : অভিধান (বাংলা উচ্চারণ অভিধান ১৯৮৯)।
প্র : তিনি কত সালে মৃত্যুবরণ করেন?
উ : ১৯৯৮।
প্র : মৃত্যু-উত্তর তাঁর দেহ কী করা হয়?
উ : তাঁর ইচ্ছা অনুসারে মৃত্যুর পর দেহ প্রধান করা হয় ঢাকা মেডিক্যাল কলেজকে।

Related Articles

Latest Articles