Wednesday, September 11, 2024

ন দিয়ে বাগধারা ও বাক্য প্রয়োগ তৈরি

নগদ নারায়ণ (নগদ অর্থ) : ঘুষখোরেরা প্রতিদিনই নগদ নারায়ণ পেয়ে থাকে।
নাই দেওয়া (আদর দেওয়া): কুকুরকে নাই দিলে ঘাড়ে চড়ে।
নাক গলানো (অনধিকার চর্চা) : অমিতের সব ব্যাপারে নাক গলানোর স্বভাবটা গেল না।
নাকে খৎ (অপরাধের প্রায়শ্চিত্ত করা) : গ্রামবাসী চোরটাকে পিটিয়ে নাকে খৎ দিয়ে তাড়িয়ে দিল।
নাকে তেল দিয়ে ঘুমানো (নিশ্চিন্ত থাকা): নাকে তেল দিয়ে ঘুমাচ্ছ, পরীক্ষা এসে গেল যে।
নয়ছয় (ছড়াছড়ি): খাটের উপর জামাগুলো নয়ছয় হয়ে পড়ে রয়েছে।
নাকে মুখে গোঁজা (দ্রুত আহার) : দেরিতে ঘুম থেকে উঠে ফারহানা নাকে মুখে গুজে ক্লাসে ছুটল।
নাগরদোলা (জন্মমৃত্যু) : জীবনটাই একটা নাগরদোলা, একে অস্বীকার করার উপায় নাই।
নাছোড় বান্দা (সহজে ছাড়ে না) : তোমার মত নাছোড় বান্দা আমি খুব কম দেখেছি।
নাটের গুরু (মূল নায়ক) : নাটের গুরুরা সব সময় ধরা ছোঁয়ার বাইরে থাকে।
নাম ডুবানো (বদনাম) : তোমাকে তো ভালো ছেলে বলেই জানতাম, এখন দেখছি তুমি বাপ-দাদার নাম ডুবাবে।
নাম ডুবানো (সম্মান বিসর্জন): বাপের নাম ডুবিয়ো না হে, পাস করতে হবে।
নামকাটা সিপাই (কর্মচ্যুতি ব্যক্তি): রহমান সাহেবকে মানি লোক বলছ; সে তো এখন নামকাটা সিপাই, আড্ডা ও তাস পেটাই তার কাজ।
নাড়ি নক্ষত্র (সব তথ্য) : শফিকের নাড়ি-নক্ষত্র আমার জানা।
নাড়ির টান (গভীর ও আন্তরিক মমত্ববোধ) : জন্মভূমির প্রতি আমাদের প্রত্যেকের নাড়ির টান আছে।
নিজের কোলে ঝোল টানা (চরম স্বার্থপরতা): কেমন করে তুমি পরের দুঃখ বুঝবে, তুমি তো নিজের কোলে ঝোল টানতেই ব্যস্ত থাক হামেশা।
নিজের চরকায় তেল দেওয়া (অন্যের কাজে মাথা না ঘামিয়ে নিজের কাজে মন দেওয়া): ও তো বড়লোকের ছেলে ওর দিকে নজর না দিয়ে তুমি নিজের চরকায় তেল দাও গে।
নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ (নিজের ক্ষতি করে পরের ক্ষতি সাধন): নিজের নাম কেটে পরের যাত্রা ভঙ্গ করতেই তিনি আনন্দ পান।
নিমক হারাম (অকৃতজ্ঞ) : মমিন কখনও নিমক খেয়ে নিমক হারামি করবে না।
নিমরাজি (প্রায় রাজি) : একাজে তার কোন মতই ছিল না, এখন নিমরাজি হয়েছে।
নিমরাজি (প্রায় রাজি): আহা প্রসঙ্গটা হল বিবাহের, এখানে নিমরাজি হওয়ার অবকাশ আছে কি?
নিস্পিস্ করা (উস্খুস করা): ছাত্রটিকে মারার জন্য ওস্তাদের হাত নিস্পিস্ করছে।
নেই আঁকড়া (নাছোড় বান্দা): তুমি দেখছি জোঁকের মত আমার গায়ে লেগে রয়েছ; এত বলছি ছাড়ো, কিন্তু ছাড়বে না, তুমি একটি নেই আঁকড়া লোক।
নেই মামার চেয়ে কানা মামা ভাল (একেবারে কিছু না থাকার চেয়ে অল্প কিছু থাকা ভাল): একেবারে সংসার ফাঁকা; কারুর ছেলে নিয়ে মানুষ করো না, তবু তো নেই মামার চেয়ে কানা মামা ভাল।
নেক নজরে থাকা (সুদৃষ্টি) : বড় সাহেবের নেক নজরে থাকলে উপকার আছে।
নেক নজরে পড়া (সুদৃষ্টিতে পড়া): প্রিন্সিপালের নেক নজরে পড়তে পারলেই হল, রফিক সাহেবকে আর পায় কে?
নেক-নজর (ভালো দৃষ্টি) : আসমার প্রতি বড় সাহেবের নেক নজর পড়েছে।
নদীকূলে বাস (ভয়ের জায়গায় অবস্থান): নদীকূলে বাস, ভাবনা বারমাস।
ননীর পুতুল (কোমল দেহ) : ননীর পুতুলদের জীবনে অনেক দুঃখ নেমে আসে।
ননীর পুতুল (শ্রমবিমুখ, কোমল দেহ): আহা, রোদের আঁচ সয় না, যেন ননীর পুতুল।
নরক গুলজার (ব্যঙ্গার্থে, পাপীদের সমাবেশে আসর সরগরম): ইসলাইলী সৈন্যরা প্যালেস্টাইনের উদ্বাস্তু নরনারীর উপর মেসিন গানের গুলী চালিয়ে নরক গুলজার করে তুলেছিল।
নয়-ছয় (অপচয় করা) : মিঠুন পঞ্চাশ হাজার টাকা নয়-ছয় করে উড়িয়ে দিয়েছে।

তথ্যসূত্র: পুরাতন বইয়ের দোকান/লাইব্রেরি হতে বিভিন্ন লেখকের বাংলা ব্যাকরণ বই সংগ্রহ করে তা এখানে লিপিবদ্ধ করা হয়েছে।

Related Articles

Latest Articles