প্র : পঞ্চনন কর্মকারের জীবনকাল কত?
উ : তিনি কবে জন্মগ্রহণ করেছেন তা না জানা গেলেও ১৮০৪ খ্রিষ্টাব্দে তার মৃত্যু হয় বলে জানা যায়।
প্র : তিনি কোথায় জন্মগ্রহণ করেন?
উ : হুগলি জেলার ত্রিবেণীতে।
প্র : তাঁকে কী বলা হয়?
উ : বাংলা মুদ্রাক্ষরের জনক।
প্র : কেন বলা হয়?
উ : শ্রীরামপুরে যখন ছাপাখানা প্রতিষ্ঠিত হয় তখন বাংলা মুদ্রাক্ষর ছিল না। তিনি বহুধৈর্য ও কষ্ট করে প্রতিটি বাংলালিপি বা অক্ষরের একাধিক প্রস্থ নির্মাণ করেন এবং এতেই প্রথম বাংলা ছাপা হয়।