Friday, October 4, 2024

পুরুষবাচক শব্দের শেষে প্রত্যয় যোগে লিঙ্গ পরিবর্তনের উদাহরণ

বাংলা প্রত্যয়যোগে: ই প্রত্যয় যোগে

পুংলিঙ্গস্ত্রীলিঙ্গপুংলিঙ্গস্ত্রীলিঙ্গ
কাকাকাকী/কাকিমাঅসৎঅসতী
খুড়াখুড়ীবামনঊামনী
মামামামীঘোড়াঘোড়ী (ঘুড়ি)
জেঠাজেঠীপাগলপাগলী
সৎসতীপেটুকপেটুকী
ভাগিনাভাগিনীসজনসজনী
মোরগমুরগিবেঙ্গমাবেঙ্গমী
ভেড়াভেড়ীডাহুকডাহুকী

নি, নী, ইনি, উনি, উন ইত্যাদি প্রত্যয় যোগে- প্রতিটি ‘ন’ প্রসারে ব্যবহৃত হয়।

পুংলিঙ্গস্ত্রীলিঙ্গপুংলিঙ্গস্ত্রীলিঙ্গ
বেহাইবেহাইন (ন)/বেয়ানকুমারকুমারনী
নাতিনাতিন/নাতনীকায়েতকায়েতনী
কামার কামরাণীগোয়ালাগোয়ালিনী
নাপিতনাপিতানি/নাপ্তিনিভিখারিভিখারিণী
ওস্তাদওস্তাদানীপন্ডিতপন্ডিতানী
ডোমডেমেনীননদননদিনী

সংস্কৃত প্রত্যয় যোগে: আ প্রত্যয় যোগে

পুংলিঙ্গস্ত্রীলিঙ্গপুংলিঙ্গস্ত্রীলিঙ্গ
দ্বিজদ্বিজাবৈবাহিকবৈবাহিকা
কৃশকৃশাপ্রবীণপ্রবীণা
প্রাচীনপ্রাচীনামাতুলমাতুলা
মহাশয়মহাশয়ানবীনইবীনা
অশ্বঅশ্বা/অশ্বীসেবকসেবকা/সেবিকা

আনী প্রত্যয় যোগে

পুংলিঙ্গস্ত্রীলিঙ্গপুংলিঙ্গস্ত্রীলিঙ্গ
ভবভবানীবরুণঊরুণানী
ব্রহ্মাব্রহ্মাণীমাতুলমাতুলানী
ইন্দ্রইন্দ্রানীউপাধ্যায়উপাধ্যায়ানী
শুদ্রশুদ্রানী

ইকা প্রত্যয় যোগে

পুংলিঙ্গস্ত্রীলিঙ্গপুংলিঙ্গস্ত্রীলিঙ্গ
লেখকলেখিকাপাচকপাচিকা
প্রচারকপ্রচারিকারজকরজকী/রজকিনী (ব্যতিক্রম)
শিক্ষকশিক্ষিকাপুস্তকপুস্তিকা (ক্ষুদ্র অর্থে)
বালকবালিকানাটকনাটিকা (ক্ষুদ্র অর্থে)
চালকচালিকাসম্পাদকসম্পাদিকা

ঈ প্রত্যয় যোগে

পুংলিঙ্গস্ত্রীলিঙ্গপুংলিঙ্গস্ত্রীলিঙ্গ
কুমারকুমারীময়ূরময়ূরী
পুত্রপুত্রীউষ্ট্র (উট)উষ্ট্রী
নর্তকনর্তকীকুরঙ্গকুরঙ্গী
সুন্দরসুন্দরীগর্দভগর্দভী
পাত্রপাত্রীকুকুরকুকুরী
নরনারীসারমেয় (কুকুর)সারমেয়ী
ভল্লুকভল্লুকীঘোটক (ঘোড়া)ঘোটকী
মৃগমৃগীপিশাচপিশাচী
সিংহসিংহীবৈষ্ণববৈষ্ণবী
অনুচরঅনুচরীপঞ্চদশপঞ্চদশী
মৃন্ময়মৃন্ময়ীসপ্তমগপ্তমী
স্বর্ণময়স্বর্ণময়ীষোড়শষোড়শী
মানবমানবীজলময়জলময়ী
হংসহংসী

ইনী প্রত্যয় যোগে

পুংলিঙ্গস্ত্রীলিঙ্গপুংলিঙ্গস্ত্রীলিঙ্গ
পক্ষীপক্ষিণীদুঃখদুঃখিনী
হস্তীহস্তিনীধনশালীঅনশালিনী
বিদেশীবিদেশিনীমালীমালিনী
বিলাসীবিলাসিনীসন্ন্যাসীসন্ন্যাসিনী
নিবাসীনিবাসিনী

বিন্ + ঈ – বিনী যোগে

পুংলিঙ্গস্ত্রীলিঙ্গপুংলিঙ্গস্ত্রীলিঙ্গ
যশস্বীযশস্বিনীমায়াবীমায়াবিনী
তেজস্বীতেজস্বিনীমেধাবীমেধাবিনী
স্রোতস্বিস্রোতস্বিনীওজস্বীওজস্বিনী

তৃ-প্রত্যয় যোগে

পুংলিঙ্গস্ত্রীলিঙ্গ
কর্তাকর্তৃ (কর্ত্রী)
দাতাদাত্রী (দাতৃ)
পাত্রপাত্রী (ঈ যোগে)
মাতামাতৃ (নিত্য স্ত্রী লিঙ্গ)

বৎ, মৎ, ঈয়স প্রত্যয়ান্তশব্দে পুংলিঙ্গ বান, মান, ঈয়ান এবং স্ত্রীলিঙ্গে বতী, মতী, ঈয়সী হয়

পুংলিঙ্গস্ত্রীলিঙ্গপুংলিঙ্গস্ত্রীলিঙ্গ
রূপবানরূপবতীআয়ুষ্মানআয়ুষ্মতী
গুণবানগুণবতীধনবানধনবতী
বিদ্যাবানবিদ্যাবতীভগবানভগবতী
শ্রীমানশ্রীমতীগরীয়ানগরীয়সী
প্রেয়ানপ্রেয়সীভূয়ানভূয়সী
শ্রেয়ানশ্রেয়সীবিলাসবানবিলাসবতী

ব্যতিক্রম: কতকগুলো পুংলিঙ্গ শব্দ আছে যার মূল স্ত্রীলিঙ্গ হতে এসেছে- ননদ > নন্দাই, বোন > বোনাই, পিসী > পিসা, মামী > মামা, খালা > খালু।

কিছু শব্দ আছে যা নিত্য পুংলিঙ্গ বা নিত্য স্ত্রীলিঙ্গ হয়-
বিপত্মীক, সভাপতি (এই দুটি শব্দ বাংলায় পুংলিঙ্গ, তবে সংস্কৃতে পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গ উভয় বোঝায়)
অঙ্গনা- বিধবা – নিত্য স্ত্রীলিঙ্গ
ফারসী- বানু – নিত্য স্ত্রীলিঙ্গ
তুর্কী- খাতুন- নিত্য স্ত্রীলিঙ্গ

বিদেশী প্রত্যয় যোগে লিঙ্গ পরিবর্তন হয়-
১) তুর্কী অম্ স্ত্রী প্রত্যয় যোগে- বেগ > বেগম, খান > খানম/খানুম।
২) আরবী ও ফারসী (অহ্ = আ) – সুলতান > সুলতানা, মালিক > মালিকা, মাহমুদ > মাহমুদা।
আরবী ভাষা থেকে মেয়েদের নাম স্ত্রীবাচক শব্দ হিসেবে বাংলায় ব্যবহৃত হয়- সকিনা, ফাতিমা, জোহরা, হালিমা, সলীমা ইত্যাদি।

Related Articles

Latest Articles