বাংলা প্রত্যয়যোগে: ই প্রত্যয় যোগে
পুংলিঙ্গ | স্ত্রীলিঙ্গ | পুংলিঙ্গ | স্ত্রীলিঙ্গ |
কাকা | কাকী/কাকিমা | অসৎ | অসতী |
খুড়া | খুড়ী | বামন | ঊামনী |
মামা | মামী | ঘোড়া | ঘোড়ী (ঘুড়ি) |
জেঠা | জেঠী | পাগল | পাগলী |
সৎ | সতী | পেটুক | পেটুকী |
ভাগিনা | ভাগিনী | সজন | সজনী |
মোরগ | মুরগি | বেঙ্গমা | বেঙ্গমী |
ভেড়া | ভেড়ী | ডাহুক | ডাহুকী |
নি, নী, ইনি, উনি, উন ইত্যাদি প্রত্যয় যোগে- প্রতিটি ‘ন’ প্রসারে ব্যবহৃত হয়।
পুংলিঙ্গ | স্ত্রীলিঙ্গ | পুংলিঙ্গ | স্ত্রীলিঙ্গ |
বেহাই | বেহাইন (ন)/বেয়ান | কুমার | কুমারনী |
নাতি | নাতিন/নাতনী | কায়েত | কায়েতনী |
কামার | কামরাণী | গোয়ালা | গোয়ালিনী |
নাপিত | নাপিতানি/নাপ্তিনি | ভিখারি | ভিখারিণী |
ওস্তাদ | ওস্তাদানী | পন্ডিত | পন্ডিতানী |
ডোম | ডেমেনী | ননদ | ননদিনী |
সংস্কৃত প্রত্যয় যোগে: আ প্রত্যয় যোগে
পুংলিঙ্গ | স্ত্রীলিঙ্গ | পুংলিঙ্গ | স্ত্রীলিঙ্গ |
দ্বিজ | দ্বিজা | বৈবাহিক | বৈবাহিকা |
কৃশ | কৃশা | প্রবীণ | প্রবীণা |
প্রাচীন | প্রাচীনা | মাতুল | মাতুলা |
মহাশয় | মহাশয়া | নবীন | ইবীনা |
অশ্ব | অশ্বা/অশ্বী | সেবক | সেবকা/সেবিকা |
আনী প্রত্যয় যোগে
পুংলিঙ্গ | স্ত্রীলিঙ্গ | পুংলিঙ্গ | স্ত্রীলিঙ্গ |
ভব | ভবানী | বরুণ | ঊরুণানী |
ব্রহ্মা | ব্রহ্মাণী | মাতুল | মাতুলানী |
ইন্দ্র | ইন্দ্রানী | উপাধ্যায় | উপাধ্যায়ানী |
শুদ্র | শুদ্রানী |
ইকা প্রত্যয় যোগে
পুংলিঙ্গ | স্ত্রীলিঙ্গ | পুংলিঙ্গ | স্ত্রীলিঙ্গ |
লেখক | লেখিকা | পাচক | পাচিকা |
প্রচারক | প্রচারিকা | রজক | রজকী/রজকিনী (ব্যতিক্রম) |
শিক্ষক | শিক্ষিকা | পুস্তক | পুস্তিকা (ক্ষুদ্র অর্থে) |
বালক | বালিকা | নাটক | নাটিকা (ক্ষুদ্র অর্থে) |
চালক | চালিকা | সম্পাদক | সম্পাদিকা |
ঈ প্রত্যয় যোগে
পুংলিঙ্গ | স্ত্রীলিঙ্গ | পুংলিঙ্গ | স্ত্রীলিঙ্গ |
কুমার | কুমারী | ময়ূর | ময়ূরী |
পুত্র | পুত্রী | উষ্ট্র (উট) | উষ্ট্রী |
নর্তক | নর্তকী | কুরঙ্গ | কুরঙ্গী |
সুন্দর | সুন্দরী | গর্দভ | গর্দভী |
পাত্র | পাত্রী | কুকুর | কুকুরী |
নর | নারী | সারমেয় (কুকুর) | সারমেয়ী |
ভল্লুক | ভল্লুকী | ঘোটক (ঘোড়া) | ঘোটকী |
মৃগ | মৃগী | পিশাচ | পিশাচী |
সিংহ | সিংহী | বৈষ্ণব | বৈষ্ণবী |
অনুচর | অনুচরী | পঞ্চদশ | পঞ্চদশী |
মৃন্ময় | মৃন্ময়ী | সপ্তম | গপ্তমী |
স্বর্ণময় | স্বর্ণময়ী | ষোড়শ | ষোড়শী |
মানব | মানবী | জলময় | জলময়ী |
হংস | হংসী |
ইনী প্রত্যয় যোগে
পুংলিঙ্গ | স্ত্রীলিঙ্গ | পুংলিঙ্গ | স্ত্রীলিঙ্গ |
পক্ষী | পক্ষিণী | দুঃখ | দুঃখিনী |
হস্তী | হস্তিনী | ধনশালী | অনশালিনী |
বিদেশী | বিদেশিনী | মালী | মালিনী |
বিলাসী | বিলাসিনী | সন্ন্যাসী | সন্ন্যাসিনী |
নিবাসী | নিবাসিনী |
বিন্ + ঈ – বিনী যোগে
পুংলিঙ্গ | স্ত্রীলিঙ্গ | পুংলিঙ্গ | স্ত্রীলিঙ্গ |
যশস্বী | যশস্বিনী | মায়াবী | মায়াবিনী |
তেজস্বী | তেজস্বিনী | মেধাবী | মেধাবিনী |
স্রোতস্বি | স্রোতস্বিনী | ওজস্বী | ওজস্বিনী |
তৃ-প্রত্যয় যোগে
পুংলিঙ্গ | স্ত্রীলিঙ্গ |
কর্তা | কর্তৃ (কর্ত্রী) |
দাতা | দাত্রী (দাতৃ) |
পাত্র | পাত্রী (ঈ যোগে) |
মাতা | মাতৃ (নিত্য স্ত্রী লিঙ্গ) |
বৎ, মৎ, ঈয়স প্রত্যয়ান্তশব্দে পুংলিঙ্গ বান, মান, ঈয়ান এবং স্ত্রীলিঙ্গে বতী, মতী, ঈয়সী হয়
পুংলিঙ্গ | স্ত্রীলিঙ্গ | পুংলিঙ্গ | স্ত্রীলিঙ্গ |
রূপবান | রূপবতী | আয়ুষ্মান | আয়ুষ্মতী |
গুণবান | গুণবতী | ধনবান | ধনবতী |
বিদ্যাবান | বিদ্যাবতী | ভগবান | ভগবতী |
শ্রীমান | শ্রীমতী | গরীয়ান | গরীয়সী |
প্রেয়ান | প্রেয়সী | ভূয়ান | ভূয়সী |
শ্রেয়ান | শ্রেয়সী | বিলাসবান | বিলাসবতী |
ব্যতিক্রম: কতকগুলো পুংলিঙ্গ শব্দ আছে যার মূল স্ত্রীলিঙ্গ হতে এসেছে- ননদ > নন্দাই, বোন > বোনাই, পিসী > পিসা, মামী > মামা, খালা > খালু।
কিছু শব্দ আছে যা নিত্য পুংলিঙ্গ বা নিত্য স্ত্রীলিঙ্গ হয়-
বিপত্মীক, সভাপতি (এই দুটি শব্দ বাংলায় পুংলিঙ্গ, তবে সংস্কৃতে পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গ উভয় বোঝায়)
অঙ্গনা- বিধবা – নিত্য স্ত্রীলিঙ্গ
ফারসী- বানু – নিত্য স্ত্রীলিঙ্গ
তুর্কী- খাতুন- নিত্য স্ত্রীলিঙ্গ
বিদেশী প্রত্যয় যোগে লিঙ্গ পরিবর্তন হয়-
১) তুর্কী অম্ স্ত্রী প্রত্যয় যোগে- বেগ > বেগম, খান > খানম/খানুম।
২) আরবী ও ফারসী (অহ্ = আ) – সুলতান > সুলতানা, মালিক > মালিকা, মাহমুদ > মাহমুদা।
আরবী ভাষা থেকে মেয়েদের নাম স্ত্রীবাচক শব্দ হিসেবে বাংলায় ব্যবহৃত হয়- সকিনা, ফাতিমা, জোহরা, হালিমা, সলীমা ইত্যাদি।