পরিভাষা

পারিভাষিক শব্দ

পরিভাষা (Terminology) বলতে নির্দিষ্ট একটি শব্দকে বোঝায় যায় দ্বারা বিশেষ কিছু নির্দেশ করে। আভিধানিক অর্থ দিয়ে পরিভাষা বিচার করা যায় না। সামাজিক, রাজনৈতিক, দাপ্তরিক নানাবিধ কাজকর্মের সাথে সংশ্লিষ্ট কিছু বিষয় নির্দিষ্ট একটি শব্দ দিয়ে পরিচিত হয়ে উঠেছে, সেই শব্দই পরিভাষা। পরিভাষা নির্দিষ্ট বিষয় সম্পর্কে ব্যাপক ধারণা দেয়। সে হিসেবে পরিভাষা একটি বৃহৎ বা বি¯তৃত বিষয়কে সংক্ষিপ্ত করে। জ্ঞান চর্চার সীমা রাষ্ট্রের ভৌগোলিক সীমা পেরিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। ফলে অন্য জাতির মধ্যে প্রচলিত নানামাত্রিক বিষয়াবলি আমাদের ভাষায় চলে এসেছে। এসব ক্ষেত্রে পরিভাষা আরো জরুরি। সার্বিকভাবে বলা যায়, পরিভাষা হল নির্দিষ্ট বিষয় বা শাস্ত্রের সর্বসম্মতিক্রমে দেয়া সংক্ষিপ্ত নাম। পরিভাষা মূলত শব্দ তবে সব শব্দই পরিভাষা নয়।

Exit mobile version