Wednesday, December 4, 2024

প্রত্যয়-ঘটিত বিভিন্ন অশুদ্ধি সম্পর্কে সতর্কতা

আর্থনীতিক (অর্থনৈতিক নয়) – বন্দ্য (বন্দ্যনীয় নয়)
ঐকতান (ঐক্যতান নয়) – মথিত (মন্থিত নয়)
ঐকমত্য (ঐক্যমত নয়) – মধুরিমা (মাধুরিমা নয়)
গণ্য (গণ্যনীয় নয়) – মান্য (মান্যনীয় নয়)
গণনীয় (গণ্যনীয় নয়) – মোহ্যমান (মুহ্যমান নয়)
গ্রাহ্য (গ্রাহ্যনীয় নয়) – রমণীয় (রম্যণীয় নয়)

অশুদ্ধ : পৃথিবী সর্বদা সূর্যের চারদিকে ঘূর্ণীয়মান।
শুদ্ধ : পৃথিবী সর্বদা সূর্যের চারদিকে ঘূর্ণায়মান (বা ঘূর্ণ্যমান)।
অশুদ্ধ : ডালিম ফুলের রক্তিমতা চোখে পড়ার মতো।
শুদ্ধ : ডালিম ফুলের রক্তিমা চোখে পড়ার মতো।
অশুদ্ধ : শিক্ষকরা চাইছেন শিক্ষা ব্যবস্থাকে রাষ্ট্রকরণ করতে।
শুদ্ধ : শিক্ষকরা চাইছেন শিক্ষা ব্যবস্থাকে রাষ্ট্রীয়করণ (বা রাষ্ট্রায়ত্তকরণ) করতে।
অশুদ্ধ : এটা হচ্ছে ষষ্ঠদশ বার্ষিক সাধারণ সভা।
শুদ্ধ : এটা হচ্ছে ষোড়শ বার্ষিক সাধারণ সভা।
অশুদ্ধ : এত পরিশ্রম আমার সাধ্যায়ত্ত নয়।
শুদ্ধ : এত পরিশ্রম আমার সাধ্য নয়।

Related Articles

Latest Articles