Friday, October 4, 2024

প দিয়ে বাগধারা ও বাক্য প্রয়োগ তৈরি

পই পই করে বলা (বার বার স্মরণ করিয়ে দেয়া) : পই পই করে বলার পরও তুমি কামালের বইটি আনতে পারলে না।
পুকুর চুরি (বেপরোয়া চুরি): শাসন দন্ড শিথিল হলেই কর্মচারীরা পুকুর চুরি করতে সাহস পায়।
পুকুর চুরি (বড় রকমের চুরি) : বড় সাহেব না থাকায় ম্যানেজার এবার ব্যবসায় পুকুর চুরি করেছে।
পগার পার (পলায়ন করা) : পুলিশের চোখে ধুলো দিয়ে ডাকাতটি পগার পার হয়েছে।
পগার পার (পলায়ন): খুনী এতক্ষণে পগার পার হয়ে গেছে, ধরা মুষ্কিল।
পাকা ধানে মই (অনিষ্ট করা) : আমি তোমার কি ক্ষতি করেছি যে তুমি আমার পাকা ধানে মই দিলে।
পাকা ধানে মই দেওয়া (সুসম্পন্ন কার্য পন্ড করা): আমি কি তোমার পাকা ধানে মই দিয়েছি যে এমন করে আমাকে অপদস্থ করবে।
পাত্তাড়ি গুটান (দ্রব্যসামগ্রী গুছিয়ে বাঁধা ও তোলা): তুমি কেমন দোকানদার যে এক বছরের মধ্যে লোকসান দিয়ে পাত্তাড়ি গুটালে?
পাথরে পাঁচ কিল (উন্নত অবস্থা): ব্যবসায়-বাণিজ্য করে যে প্রচুর অর্থ উপার্জন করেছে, এখন তার পাথরে পাঁচ কিল।
পালের গোদা (প্রধান) : সমাজের অনেক অপরাধীই ধরা পড়েছে কিন্তু তাদের পালের গোদাকে ধরা বড়ো শক্ত কাজ।
পালের গোদা (সর্দার): চুনোপুঁটিরাই ধরা পড়ে, আর যারা গোদা তাদের টিকিটি দেখার যো নেই।
পায়া ভারী (দেমাগ) : এম.এ. পাস করে এসে রতনের বড়ো পায়াভারী হয়েছে।
পায়াভারি (অহংকার): পদোন্নতি হওয়াতে কেরানীর পায়াভারি হয়েছে।
পেঁজ পয়জার দুই-ই হল (পেট ভরল না, পিঠেও সহিতে হল): মকদ্দমায় টাকার শ্রাদ্ধ ও জমিজমা বেদখল হওয়ায় আমায় পেঁজ পয়জার দুই-ই গেল।
পেটে এক মুখে আর (কুটিল আচরণ): বাবা মায়ের সঙ্গে অন্তত পেটে এক মুখে আর করতে নেই?
পেটে খেলে পিঠে সয় (লাভ হলে অন্যদিকে ক্ষতি সহ্য করা) : যে গরু দুধ দেয় তার লাথিও সহ্য হয়, কথায় বলে, পেটে খেলে পিঠে সয়।
পেটে খেলে পিঠে সয় (লাভের জন্য কষ্ট সহ্য করা): খেতে পরতেও দেবে না আবার ধরে মারবে; পেটে খেলে তো পিঠে সইবে।
পেটে পেটে বুদ্ধি (দুষ্ট বুদ্ধি) : তোমার পেটে পেটে বুদ্ধি তা জানতাম না।
পেটে পেটে বুদ্ধি (দুষ্টবুদ্ধি): শয়তানের পেটে পেটে বুদ্ধি।
পেটে বোমা মারলেও কিছু বাহির না হওয়া (কোন বিদ্যা না থাকা): ছেলেটি অকাট মূর্খ, পেটে বোমা মারলেও কিছু বের হবে না।
পেটে ভাতা, পেটে ভাতে (শুধু আহার): পেটে ভাতে কাজ করো তো আমার বাড়িতেই থাক।
পেটের কথা (মনের কথা): বড্ড কঠিন লোক, ওর পেটের কথা বের করা কি সহজ।
পেটের শত্রট্ট (যে সন্তান মায়ের দুঃখের কারণ): এত কষ্ট করে মানুষ করলাম যাকে, বিয়ে করে সে পর হয়ে গেল, এমন পেটের শত্রট্ট কারো হয়?
পোয়াবারো (অত্যন্ত লাভজনক অবস্থা) : রমজান মাসটা ব্যবসায়ীদের জন্যে পোয়াবারো।
পোয়াবারো (সৌভাগ্য): সাহেব বাড়িতে না থাকলেই ছেলেপিলেদের পোয়াবারো হয়ে থাকে।
পুঁটি মাছের প্রাণ (ক্ষীণ প্রাণ): প্রজা জমিদারকে বলল, “আমাদের পুঁটি মাছের প্রাণ, আমাদের মারবেন না।”
পুঁটি মাছের প্রাণ (ছোট মনের ব্যক্তি) : পুঁটি মাছের প্রাণ নিয়ে কোন বড় কাজ হয় না।
পটের বিবি (সুসজ্জিত) : রহিমা পটের বিবি হয়ে কোথায় যাচ্ছ?
পটল তোলা (ফেল পড়া): এভাবে মূলধন অপচয় করলে শীঘ্রই ব্যবসায়ে পটল তুলতে হবে।
পটল তোলা (মারা যাওয়া) : কালাম মিয়া গতরাতে সাপের কামড়ে পটল তুলল।
পত্রপাঠ (অবিলম্বে) : পত্রপাঠ বাড়িতে চলে আসবে।
পথ দেখা (চলে যাওয়া) : অপরাধ করেছ, কথা না বাড়িয়ে এখনই পথ দেখ।
পথে বসা (নিঃস্ব হওয়া) : বেশি লোভ করতে গিয়ে ব্যবসায় ধস নামায় লোকটা পথে বসেছে।
পথের কাঁটা (গমনে বাধা): আমার বিদেশ গমনে আমার পিতাই পথের কাঁটা।
পথের কাঁটা (সুখের বাধা) : যেভাবেই হোক পথের কাঁটা সরাতে হবে।
পরকাল ঝরঝরে করা (ভবিষ্যৎ নষ্ট করা) : মেহেদি লেখাপড়ায় ফাঁকি দিয়ে পরকাল ঝরঝরে করে রেখেছে।
পরের ধনে পোদ্দারী (অন্যের টাকায় বাহাদুরী): পরের ধনে পোদ্দারী করতে সবাই পারে। নিজের ট্যাঁকের দিকে হাত দাও।
পরের ধনে পোদ্দারী (অপরের অর্থে মাতব্বরী) : তমাল পরের ধনে পোদ্দারী করতে প্রস্তুত।
পরের মুখে ঝাল খাওয়া (না দেখে অপরের কথায় বিশ্বাস করা) : পরের মুখে ঝাল খাচ্ছ কেন-নিজে গিয়ে একবার দেখে এস।
পরের মাথায় কাঁঠাল ভাঙা (অন্যকে দিয়ে কাজ হাসিল করা): নিজে উপার্জন না করে পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া যার অভ্যাস তার আর লজ্জা কি?
পরের মাথায় কাঁঠাল ভাঙা (অপরকে দিয়ে কাজ উদ্ধার) : পরের মাথায় কাঁঠাল ভাঙার কৌশল আনোয়ার ভালো জানে।

তথ্যসূত্র: পুরাতন বইয়ের দোকান/লাইব্রেরি হতে বিভিন্ন লেখকের বাংলা ব্যাকরণ বই সংগ্রহ করে তা এখানে লিপিবদ্ধ করা হয়েছে।

Related Articles

Latest Articles