আধুনিক যুগ

ফজিলতুন্নেসা

প্র : ফজিলতুন্নেসার জন্মসাল কত?
উ : ১৮৯৯।
প্র : তিনি কোথায় জন্মগ্রহণ করেন?
উ : করটিয়া, টাঙ্গাইল।
প্র : তিনি মূলত কী ছিলেন?
উ : শিক্ষাবিদ।
প্র : তিনি কী হিসেবে সেকালে মুসলিম সমাজে স্বনামধন্য ছিলেন?
উ : কৃতী ছাত্রী ও শিক্ষাব্রতী।
প্র : তিনি কোন কোন পত্রিকায় প্রবন্ধ ও গল্প রচনা করেন?
উ : শিখা ও সওগাত পত্রিকায়।
প্র : তাঁর রচিত লেখাগুলো কী?
উ : মুসলিম নারী শিক্ষার প্রয়োজনীয়তা, নারী জীবনে আধুনিক শিক্ষার আস্বাদ, মুসলিম নারীর মুক্তি ইত্যাদি।
প্র : তিনি কত সালে মৃত্যুবরণ করনে?
উ : ১৯৭৭, ঢাকা।

Exit mobile version