Friday, November 8, 2024

ফলা যুক্ত বর্ণের উচ্চারণ

(i) ব-ফলা শব্দের প্রথম অক্ষরে থাকলে এর উচ্চারণ হয় না :
স্বদেশ (শোদেশ), ধব্নি (ধোনি), ত্বক (তক্) ইত্যাদি।

(ii) শব্দের মধ্যে বা শেষে থাকলে ব-ফলা যুক্ত ব্যঞ্জনটির উচ্চারণ দ্বিত্ব হয় :
বিশ্বাস (বিশ্শাস), বিদ্বান (বিদ্দান) ইত্যাদি।

(iii) শব্দের মধ্যে ও শেষে যুক্ত ব্যঞ্জনের সাথে ব-ফলা থাকলে তা উচ্চারিত হয় না :
সান্ত¦না (শানতোনা), উজ্জ্বল (উজ্জল), তত্ত্ব (তত্তো)।

(iv) উৎ সপসর্গ দ্বারা গঠিত শব্দের (সন্ধিযুক্ত শব্দ) ‘ৎ’ এর সাথে যুক্ত ব-ফলা উচ্চারিত হবে :
উৎ + বোধন – উদ্বোধন (উদ্বোধোন), উৎ+বাহু-উদ্বাহু (উদ্বাহু), উৎ + বেগ-(উদবেগ) উদ্বেগ।

(v) সন্ধির কারণে ক-এর স্থলে স্থাপিত গ-এর সঙ্গে ব-ফলা যুক্ত হলে তা উচ্চারিত হয় :
দিক + বিজয়-দিগি¦জয় (দিগ্বিজয়), ঋক + বেদ-ঋগে¦দ (রিগবেদ্)।

(vi) ম + ব = ম – ক্ষেত্রে ব উচ্চারিত হয় :
সম্বল (শম্বোল), কম্বল (কম্বোল)।

Related Articles

Latest Articles