Friday, October 4, 2024

ফ দিয়ে বাগধারা ও বাক্য প্রয়োগ তৈরি

ফাঁকা আওয়াজ (অন্তঃসারশূন্য বক্তব্য) : নেতাদের ফাঁকা আওয়াজ এখন কেউ বিশ্বাস করে না।
ফাঁদে পা দেওয়া (ষড়যন্ত্রে পড়া): না বুঝে ফাঁদে পা দিয়েছ ভাই, এখন সামলাও।
ফাঁদে পা দেয়া (ষড়যন্ত্রে পড়া) : গাজীর ফাঁদে পা দিয়েছ, এবার বাঁচার পথ দেখ।
ফাঁপা ঢেঁকির শব্দ বড় (ভিতরে যার কিছু নেই, তার বাহিরের শব্দ কিছু বেশি রকম): স্কুলের দেউড়ি পার না হলে কি হবে, তার মুখের ইংরেজি বুলি বেশ বড়, কারণ ফাঁপা ঢেঁকির শব্দ বড়।
ফাঁপিয়া ওঠা (বড়লোক হওয়া): পয়সা এখন কন্ট্রাক্টরদের হাতে, দেখছ না লোকটা অল্পদিনের মধ্যেই কেমন ফেঁপে উঠেছে।
ফোঁপর দালালী (খামোখা মাতব্বরী) : করিম তোমাকে ফোঁপর দালালি করতে বলেছে?
ফোঁড়ন কাটা (খোঁচা মেরে কথা বলা) : আমাদের প্রত্যেকেরই ফোঁড়ন কেটে কথা বলার অভ্যাস ত্যাগ করা উচিত।
ফোঁড়ন দেওয়া (উত্তেজনাকর টিপ্পনী কাটা): ঝগড়া-ঝাটি ওদের ভাইয়ে ভাইয়ে, তার মধ্যে ফোঁড়ন দেওয়া অনুচিত।
ফেন দিয়ে ভাত খায় গল্পে মারে দই (মান রাখার জন্য আসল কথা গোপন করে মিথ্যা প্রচার): সব দেশেই এক শ্রেণীর লোক আছে যারা নিঃস্ব, ফেন দিয়ে ভাত খায় গল্পে মারে দই।
ফেঁপে ওঠা (বিত্তশালী হওয়া) : অসৎ উপায়ে ব্যবসা করে অনেকে ফেঁপে উঠেছেন।
ফোড়ন দেয়া (কথার মাঝে বৃথা টিপ্পনী কাটা) : কথায় কথায় ফোড়ন দেয়া খুব খারাপ স্বভাব।
ফতো নবাব (নবাবী চালের দরিদ্র ব্যক্তি): ওয়ারেশকে দেখে চিনতে পারলে না সে তো একজন ফতো নবাব, আসলে ফাঁকা।
ফতুর হওয়া (নিঃস্ব) : কর্ম না করে এভাবে বসে খেলে রাজার গোলাও ফতুর হয়ে যায়।
ফপর দালালী (গায়ে পড়ে মধ্যস্থগিরি): আমাদের উকিলে উকিলে কথাবার্তার মধ্যে তোমাকে আর ফপর দালালী করতে হবে না।
ফুলের ঘায়ে মূর্ছা যাওয়া (অল্পতেই ক্লান্ত হওয়া): গাফফারকে দিয়ে এ কাজ কি করে হবে সেতো ফুলের ঘায়ে মূর্ছা যায়।
ফুলবাবু (বড়লোকী আচরণ) : এক বেলা খাবার নেই, অথচ বিমল ফুলবাবু সেজে ঘুরে বেড়ায়।

তথ্যসূত্র: পুরাতন বইয়ের দোকান/লাইব্রেরি হতে বিভিন্ন লেখকের বাংলা ব্যাকরণ বই সংগ্রহ করে তা এখানে লিপিবদ্ধ করা হয়েছে।

Related Articles

Latest Articles