Wednesday, October 9, 2024

বনফুল, বলাইচাঁদ মুখোপাধ্যায়

প্র : বলাইচাঁদ, বলাইচাঁদ মুখোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন?
উ : মণিহারপুর, পূর্ণিয়া, বিহার।
প্র : তাঁর জন্ম তারিখ কত?
উ : ১৯শে জুলাই, ১৮৯৯।
প্র : তিনি মূলত কী ছিলেন?
উ : কথাসাহিত্যিক।
প্র : তাঁর আদিনিবাস কোথায়?
উ : শিয়াখালা, হুগলি।
প্র : তাঁর সাহিত্যিক ছদ্মনাম কী?
উ : বনফুল।
প্র : তিনি কী রচনা করে প্রথম সাহিত্য জগতে প্রবেশ করেছেন?
উ : ‘শনিবারের চিঠি’তে ব্যঙ্গ কবিতা ও প্যারডি।
প্র : তিনি কোথায় কী গল্প লিখে খ্যাতি অর্জন করেন?
উ : প্রবাসী ‘একপাতা-আধপাতা’।
প্র : তিনি কী কী রচনা করেছেন?
উ : উপন্যাস ও গল্প।
প্র : তাঁর রচিত গল্প ও উপন্যাসে কী কী নিপুণভাবে প্রস্ফুটিত হয়েছে?
উ : বাস্তব জীবন ও জ্ঞান-বিজ্ঞানের বিচিত্র উপাদান।
প্র : তাঁর রচিত গল্পগ্রন্থের নাম কী?
উ : বনফুলের গল্প (১৯৩৬), বনফুলের আরো গল্প (১৯৩৮), বাহুল্য (১৯৪৩), বিন্দু বিসর্গ (১৯৪৪), অনুগামিনী (১৯৪৭), ঊর্মিমালা (১৯৫৫), সপ্তমী (১৯৬০), দুরবীণ (১৯৬১) ইত্যাদি।
প্র : তাঁর চিত উপন্যাসগুরো নাম কী?
উ : অগ্নি (১৩৩৯), তৃণখন্ড (১৩৪২), বৈতরণী তীরে (১৩৪৪), নির্মোক (১৩৪৪), দ্বৈরথ (১৩৪৪), নির্মোক (১৩৪৭), সে ও আমি (১৩৫০), জঙ্গম (১৩৫০), নবদিগন্ত (১৩৫৬), স্তাবর (১৩৫৮), পঞ্চপর্ব (১৩৬১), লক্ষ্মীর আগমন (১৩৬১) ইত্যাদি।
প্র : ‘অগ্নি’ উপন্যাসের পরিচয় দাও।
উ : ভারতে ১৯৪২ সালের অগস্ট আন্দোলনের পটভূমিতে রচিত; বনফুলের এই রাজনৈতিক উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৪৬ সালে। উক্ত আন্দোলনের নেতা অংশুমান উপন্যাসের নায়ক, যাকে কারাদন্ড দেয়া হয় ইংরেজ ডেপুটিকে পুড়িয়ে মারার অভিযোগে। অন্য চরিত্রগুলোর মধ্যে নীহার ও তার স্ত্রী অন্তরা অন্যতম। নীহার কম্যুনিস্ট মতবাদী হয়েও ক্যাপিটালিস্ট সরকারের অধীনে চাকরি করে, এমনকি আন্দোলনকে স্তিমিত করার জন্য গ্রামে গ্রামে তার তৎপরতা প্রদর্শন করে; লাভ করে রায় সাহেব উপাধি। কিন্তু তাতে স্ত্রী অন্তরা ক্ষুব্ধ হয়ে ওঠে। তার এই অনুভূতি প্রাক্তন কমরেড মীনা দত্তকে সে অবগত করে। এর মধ্যেই অংশুমানের সাথে তার পরিচয় হয়। এক পর্যায়ে তার ফাঁসির আদেশ হয়, অপরাধ পুলিশ অফিসারকে ট্রেন থেকে ফেলে খুন কর্ াবনফুল ছিলেন গান্ধীর অহিংস আন্দোলনের সমর্থক। এই উপন্যাস রচনা করে তিনি প্রকারান্তরে কমিউনিস্টদের সমালোচনা কররেন।
প্র : তাঁর রচিত কাব্যগ্রন্থগুলোর নাম কী?
উ : বনফুরের কবিতা (১৯২৯), ব্যঙ্গ কবিতা (১৯২৯), অঙ্গারপণী (১৩৪০), চতুর্দশী (১৯৪৭), করকমলেষু (১৯৪৯) ইত্যাদি।
প্র : তিনি কী রচনা পথিকৃৎ ছিলেন?
উ : জীবননিাটক রচনার।
প্র : তাঁর রচিত জীবনীনাটকগুলোর নাম কী?
উ : শ্রীমধুসূদন (১৯৩৯), বিদ্যাসাগর (১৯৪২)।
প্র : তিনি তাঁর রচনার জন্যে কী উপাধিতে ভূষিত হন?
উ : পদ্মভূষণ।
প্র : তিনি কত তারিখে কোথায় মৃত্যুবরণ করেন?
উ : ৯ই ফেব্রুয়ারি, ১৯৭৯; কলকাতা।

Related Articles

Latest Articles