অশুদ্ধি সংশোধন

বাংলা ভাষায় লেখার ক্ষেত্রে কী কী ত্রুটি দেখা যায় ?

সাধারণত কয়েক প্রকারের ত্রুটি লেখার ক্ষেত্রে লক্ষ করা যায়।
ক. বানানের ভুল;
খ. শব্দ ও পদের অপপ্রয়োগ;
গ. বাক্য গঠনের ত্রুটি;
ঘ. প্রয়োগের বাহুল্য;
ঙ. সাধু চলিতের মিশ্রণ।

Exit mobile version