Wednesday, December 4, 2024

বাঙালি জাতি বিষয়ক প্রশ্নোত্তর

প্রশ্ন: বাঙালি জাতির গঠন কেমন?
উত্তর: বাঙালি সংকর জাতি।

প্রশ্ন: প্রথম কোন গ্রন্থে বঙ্গ শব্দের উল্লেখ পাওয়া গেছে।
উত্তর: ঋগবেদের ঐতরেয় আরণ্যক অংশে প্রথম ‘বঙ্গ’ শব্দের উল্লেখ পাওয়া যায়।

প্রশ্ন: বাঙালি জাতির আদি উৎস হিসেবে কোন জাতিকে বিবেচনা করা হয়।
উত্তর: অস্ট্রলয়েড বা অস্ট্রিক জাতি।

প্রশ্ন: বাংলা অঞ্চলে কোন জাতি গোষ্ঠি প্রথমে আসে?
উত্তর: অস্ট্রিক জাতি।

প্রশ্ন: ভারতে আর্যরা কখন আগমন করেন?
উত্তর: আর্যরা ১৫০০ খ্রি. পূর্বাব্দে ভারতে আগমন করেন।

প্রশ্ন: আর্যরা কোন নৃগোষ্ঠির অন্তর্ভুক্ত ছিলেন?
উত্তর: আর্যরা নর্ডিক গোষ্ঠিভুক্ত ছিলেন।

প্রশ্ন: কোন কোন প্রাচীন গ্রন্থে বঙ্গের নাম উল্লেখ আছে।
উত্তর: ঋগ্বেদ, মহাভারত, রামায়ণ, রঘুবংশ।

প্রশ্ন: আর্য সাহিত্যে বাঙালিকে কি নামে অভিহিত করা হয়েছে ?
উত্তর: নিষাদ।

প্রশ্ন: কোন সম্রাটের আমলে সমগ্র বাংলা এক নাম ধারণ করে?
উত্তর: সম্রাট আকবর।

প্রশ্ন: মোঘল আমলে বাংলার নামকরণ করা হয়েছিল কি নামে?
উত্তর: সুবা-বাঙ্গালা।

প্রশ্ন: প্রাচীন বাংলা কোন কোন নামে বিভক্ত ছিল?
উত্তর: বঙ্গ, গৌড়, পুণ্ড্র, সূক্ষ্ম, রাঢ়, সমতট, হরিকেল।

প্রশ্ন: আকবরের সুবা-বাঙ্গালা কথাটি কোন শব্দ থেকে এসেছে।
উত্তর: বঙ্গাল শব্দ থেকে।

প্রশ্ন: কোন রাজার আমলে বাংলাদেশ সর্বপ্রথম রাষ্ট্রীয় ঐক্য লাভ করে?
উত্তর: গৌড়ের রাজা শশাঙ্কের আমলে। দ্বিতীয় পর্যায়ে পাল আমলে।

প্রশ্ন: আইন-ই আকবরি গ্রন্থের লেখক কে?
উত্তর: আবুল ফজল।

Related Articles

Latest Articles