আধুনিক যুগ

বিজন ভট্টাচার্য

প্র : বিজন ভট্টাচার্য কোথায় জন্ম গ্রহণ করেন?
উ : খানখানপুর, ফরিদপুর।
প্র : তিনি কত সালে জন্মগ্রহণ করেন?
উ : ১৯০৬।
প্র : তিনি কীসের প্রধান পুরোহিত ছিলেন?
উ : নবনাট্য আন্দোলনের।
প্র : এই আন্দোলনকে অন্য কী নামে অবিহিত করা হয়?
উ : থার্ড থিয়েটার।
প্র : কোন নাটকটি রচনা করেক তিনি প্রভূত খ্যাতি অর্জন করেন?
উ : নবান্ন (১৯৪৪)।
প্র : ‘নবান্ন’ নাটকের বিষয়বস্তু লেখ।
উ : ‘নবান্ন; (১৯৪৪) পঞ্চাশের মন্বন্তরের পটভূমিকায় কৃষক জীবনের দুঃখ দুর্দশা ও জীবন সংগ্রামের কাহিনি অবলম্বনে রচিত নাটক। নবনাট্য আন্দোলনের পথিকৃৎ বিজন ভট্টাচার্য এই নাটকের মাধ্যমে বাংলা নাট্যধারায় গুরুত্বপূর্ণ অবদান র াখেন। তাই এই নাটকটিকে বাংলা নাট্য আন্দোলনের ইতিহাসে যুগান্তকারী বলা চলে। অনেকে দীনবন্ধুর ‘নীল-দর্পণে’র সঙ্গে এর তুলনা করেছেন। এ নাটকটি ভারতীয় গণনাট্য সঙ্ঘ ১৯৪৪ সালে প্রথম অভিনয় করেন। তখন থেকেই ‘নবান্ন’ নতুন বাংলা নাটকের অগ্রদূত রূপে গণ্য হয়। পঞ্চাশের মস্বন্তর, সমকালনি জাতীয আন্দোরন, মেহনতি মানুষের চাহিদা ইত্যাদির প্রেক্ষাপটে গ্রামীণ কৃষক সমাজের দুঃখ-দুদর্শা, তাদের সংগ্রাম, সফলতা-ব্যর্থতা ইত্যাদি এই নাটকের মূল সুর।
প্র : তাঁর রচিত অপরাপর নাটকের নাম কী?
উ : জানপদ (১৯৪৫), কলঙ্ক (১৯৪৬), মরাচাঁদ (১৯৪৬), অবরোধ (১৯৪৭), গোত্রান্তর (১৯৬০)।
প্র : তাঁর রচিত নাটকের উপজীব্য কী?
উ : সমাজের নিচের তলার মানুষের জীবনচিত্র।
প্র : নাট্য রচনায় কোন মতবাদকে তিনি প্রাধান্য দেন?
উ : মার্কসবাদকে।
প্র : তিনি কত তারিখে এবং কোথায় মৃত্যুবরণ করেন?
উ : ১৯শে জানুয়ারি, ১৯৭৮; কলকাতা।

Exit mobile version