Wednesday, September 11, 2024

বিজয় গুপ্ত

প্র : বিজয় গুপ্ত কে?
উ : মনসামঙ্গলের যে পুথিসমূূহ পাওয়া গেছে, প্রাপ্ত এই পুথিভিত্তিক প্রাচীনতম কবি বিজয় গুপ্ত।
প্র : তাঁর পরিচয় ও জীবনকাল লেখ।
উ : বাকেরগঞ্জ (বরিশাল) (এই স্থানটি নদীর বাঁকে ছিল বলে এই নাম হয়) জেলার ফুল্লশ্রী গ্রামে তাঁর জন্ম। পিতা সনাতন গুপ্ত, মাতা রু´িনী দেবী। পঞ্চদশ শতাব্দীর শেষ পাদে তিনি জীবিত ছিলেন।
প্র : তাঁর রচিত পদ্মপুরাণের পরিচয় দাও।
উ : মনসাদেবীর মহাত্ম্য ব্যঞ্জক তাঁর গ্রন্থটির পাঠে নানা প্রক্ষেপ ঘটেছে। কারণ তা অত্যন্ত জনপ্রিয় ছিল বলে জনগণের মুখে মুখে ফিরত।

Related Articles

Latest Articles