Wednesday, December 4, 2024

বিদ্যাপতি

প্র : বিদ্যাপতি কে ছিলেন?
উ : বৈষ্ণব কবি এবং পদসঙ্গীত ধারার রূপকার।
প্র : তিনি কোথায়, কখন জন্মগ্রহণ করেন?
উ : মিথিলার সীতামারী মহকুমার বিসফি গ্রামে আনুমানিক ১৩৭৪ খ্রিষ্টাব্দে।
প্র : তিনি কোন কোন ভাষায় পদ রচনা করেন?
উ : মৈথিলী, অবহটঠ ও সংস্কৃত ভাষায়।
প্র : তাঁর শ্রেষ্ঠ কীর্তি কী?
উ : ব্রজবুলিতে রচিত রাধাকৃষ্ণ বিষয়ক পদ।
প্র : ব্রজবুলি কী? কোন স্থানের?
উ : এক প্রকার কৃত্রিম সাহিত্যিক ভাষা। বাংলা ও মৈথিলি ভাষার মিশ্রণে এই ভাষা তৈরি হলেও এতে বেশ কিছু হিন্দি শব্দ আছে। মিথিলার।
প্র : বাংলায় এক পঙ্ক্তি না লিখেও কোন কবি বাঙালিদের কাছে নমস্য?
উ : বিদ্যাপতি
প্র : বৈষ্ণব কবিদের মধ্যে কবির পদ চৈতন্যদেব বিশেষভাবে শ্রবণ করতেন?
উ : বিদ্যাপতির
প্র : বিদ্যাপতির রচিত পদের কয়েকটি পঙ্ক্তি লেখ।
উ : এ সখি হামারি দুখের নাহি ওর।
এ ভরা বাদর মাহ ভাদর
শূন্য মন্দির মোর ॥
প্র : বিদ্যাপতির মৃত্যুকাল?
উ : আনুমানিক ১৪৬০ খ্রিষ্টাব্দ।

Related Articles

Latest Articles