Friday, October 4, 2024

বিপ্রদাশ বড়ুয়া

প্র : বিপ্রদাশ বড়ুয়া কবে, কোথায় জন্মগ্রহণ করেন?
উ : ১৯৪০ খ্রিষ্টাব্দের ২০শে সেপ্টেম্বর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন।
প্র : তাঁর মাতা-পিতার নাম কী?
উ : মাতার নাম সুষমা বড়ুয়া; পিতার নাম অরুণ কুমার বড়ুয়া।
প্র : তাঁর পিতা পেশায় কী ছিলেন?
উ : ডাক্তার।
প্র : তিনি কবে, কোথায় থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন?
উ : ১৯৫৮ খ্রিষ্টাব্দে রাঙামাটি (সরকারি) উচ্চ বিদ্যালয় থেকে।
প্র : তিনি কবে, কোথায় থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন?
উ : ১৯৬৪ খ্রিষ্টাব্দে চট্টগ্রাম সিটি কলেজ থেকে।
প্র : তিনি কবে, কোথায় থেকে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ হন?
উ : ১৯৬৭ খ্রিষ্টাব্দে চট্টগ্রাম কলেজ থেকে বাংলায় স্নাতক ডিগ্রি এবং পরে বছর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
প্র : তিনি কোথায় থেকে চাকরিতে অবসরগ্রহণ করেন?
উ : বাংলাদেশ শিশু একাডেমীর সহকারী পরিচালক হিসেবে অবসরগ্রহণ করেন।
প্র : বিপ্রদাশ বড়ুয়া রচিত গুরুত্বপূর্ণ গ্রন্থের নাম লেখ।
উ : উপন্যাস : অচেনা (১৯৭৫), ভয় ভালোবাসা নির্বাসন (১৯৮৮), মুক্তিযোদ্ধারা (১৯৯১), শ্রামণ গোতম (১৯৯৬), ইয়াসমিন (১৯৮৯), অখ্রু ও আগুনের নদী (২০০৬); ছোটদের উপন্যাস : রোবট ও ফুল ফোটানোর রহস্য (১৯৯৮), জাদুমানিক স্বাধীনতা (১৯৯২), রাতের রেলগাড়িতে ছায়াপথে ভ্রমণ (২০০০); ছোটগল্প : যুদ্ধজয়ের গল্প (১৯৮৫), গাঙচিল (১৯৮৬), স্বপ্নমিছিল (১৯৮৯), আমি মুক্তিযুদ্দ সমর্থন করি (১৯৯১), বনের ভেতরে অদ্ভুত রেস্তোরাঁ (২০০০); প্রবন্ধগ্রন্ত : কবিতায় বাক্প্রতিমা (১৯৭৬); নাটক : কুমড়োলতা ও পাখি (১৯৯৭); শিশুসাহিত্য : সূর্য লুঠের গান (১৯৮০), বাঘের উপর টাগ (১৯৯৩); জীবনী : বিদ্যাসাগর (১৯৮৮), পল্লীকবি জসীমউদ্দীন (১৯৯৭); প্রকৃতিবিষয়ক : কাছের পাখি দূরের পাখি (১৯৭৯), নদী মেখলা বাংলাদেশে (১৯৯৪), পাখির ভুবন (২০০২); ভ্রমণ-গ্রন্থ : অপরূপ মায়ানমার (২০০৩), মায়াবি জাপান (২০১০), ভূস্বর্গ ভ্রমণ : বাংলাদেশ (২০১১)।
প্র : বিপ্রদাশ বড়ুয়া কী কী পুরস্কার ও পদক লাভ করেন?
উ : কথাশিল্পী সাহিত্য পুরস্কার (১৯৮২), আন্তর্জাতিক যুববর্ষ পদক (১৯৮৫), অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার (১৯৮৯, ১৯৯২, ১৯৯৮), বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার (১৯৯১), অতীশ দীপঙ্কর স্বর্ণপদক (১৯৯৭)।

Related Articles

Latest Articles