প্র : বেনজরি আহমদ কত সালে, কোথায় জন্মগ্রহণ করেন?
উ : ১৯০৩, নরসিংদীর ধানুয়ায়।
প্র : তিনি কী ছিলেন?
উ : কবি ও সম্পাদক।
প্র : তিনি কত সালে কোন পত্রিকা প্রকাশ ও সম্পাদনা করেন?
উ : ১৯২৭ খ্রিষ্টাব্দে, নওরোজ পত্রিকা।
প্র : তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের নাম কী?
উ : বন্দীর বাঁশী বৈশাখ (১৯৬২)।
প্র : রাজনৈতিকভাবে তিনি কোন মতে বিশ্বাসী ছিলেন?
উ : পাকিস্তান আন্দোলনে বিশ্বাসী ছিলেন। আয়ুবি মৌলিক গণতন্ত্রের সুযোগে ঢাকা-৬ থেকে এমএলএ হন।
প্র : পাকিস্তানের রবীন্দ্রসঙ্গীত বিতর্কে তাঁর অবস্থান কী?
উ : তিনি রবীন্দ্রসাহিত্যের বিরোধী ছিলেন। ১৯৬৭ খ্রিষ্টাব্দের ২২শে জুন পাকিস্তান সরকার বেতার টেলিভিশনে রবীন্দ্রসঙ্গীত প্রচার বন্ধ ঘোষণা করলে বেনজীর আহমদ এই সিদ্ধান্ত সমর্থন করেন।
প্র : তিনি কী ধরনের কবি ছিলেন।
উ : মুসলিম পুনর্জাগরণবাদী কবি।
প্র : তিনি বাংলা একাডেমী পুরস্কার পান কত সালে?
উ : ১৯৬৪-তে, কবিতায়।
প্র : তার মৃত্যু তারিখ কত?
উ : ১২ই ফেব্রুয়ারি, ১৯৮৩।