সাহিত্যিক

বড়ু চন্ডীদাস

প্র : বড়ু চন্ডীদাস কোথায় জন্মগ্রহণ করেন?
উ : ছাতনা, বাঁকুড়া মতান্তরে বীরভূমের নানুর গ্রামে।
প্র : তিনি কবে জন্মগ্রহণ করেন।
উ : নিশ্চিত করে বলা যায় না। তবে আনুমানিক ১৩৯০ খ্রিষ্টাব্দ (বসন্তরঞ্জনের মতে)।
প্র : বড়ু চন্ডীদাস কী রচনা করেন?
উ : তাঁর রচিত গ্রন্থের নাম শ্রীকৃষ্ণকীর্তন।
প্র : শ্রীকৃষ্ণকীর্তন গ্রন্থকে অন্য কী নামে অভিহিত করা হয়?
উ : শ্রীকৃষ্ণসন্দর্ভ। (‘শ্রীকৃষ্ণকীর্তন’ সম্পর্কে বিস্তারিত জানার জন্য দ্রষ্টব্য: এই গ্রন্থের ‘মধ্যযুগ’ অংশ)
প্র : এই গ্রন্থের রচনা কোন সময়?
উ : সুনীতিকুমার চট্টোপাধ্যায় ও মুহম্মদ শহীদুল্লাহ্ চতুর্দশ থেকে পঞ্চাদম শতাব্দী, রাখালদাস বন্দ্যোপাধ্যায় চতুর্দাশ শতাব্দীর প্রথমার্ধ কালে গ্রন্থটি রচিত বলে মনে করেন।
প্র : এই গ্রন্থের বিষয় কী?
উ : রাধাকৃষ্ণের প্রণয় বর্ণনার মাধ্যমে ঈশ্বরতত্ত্ব প্রকাশ।
প্র : এই প্রণয়ে দৈব না মানবিক গুণ প্রকাশিত?
উ : মানবিক।
প্র : রাধা ও কৃষ্ণ কীসের প্রতীক?
উ : রাধা এই জীবলোকের জীবত্মা এবং কৃষ্ণ ঈশ্বর বা পরমাত্মার প্রতীক।
প্র : শ্রীকৃষ্ণকীর্তন গ্রন্থ কয় খন্ডে রচিত? এখানে চরিত্র কয়টি?
উ : গ্রন্থটি ১৩ খন্ডে বিভক্ত, কাব্যে রচিত। চরিত্র তিনটি: রাধা, কৃষ্ণ, বড়ায়ি
প্র : শ্রীকৃষ্ণকীর্তন গ্রন্থ কে, কখন, কিভাবে আবিষ্কার করেন?
উ : কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও পুথিশালার অধ্যক্ষ বসন্তরঞ্জন রায় ১৯০৯ (১৩১৬ বঙ্গাব্দ) খ্রিষ্টাব্দে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামের এক গৃহস্থবাড়ির গোয়াল ঘর থেকে শ্রীকৃষ্ণকীর্তনের একটি হাতে লেখা পান্ডুলিপি আবিষ্কার করেন।
প্র : গ্রন্থটির নাম শ্রীকৃষ্ণকীর্তন কে রাখেন?
উ : এর আবিষ্কারক বসন্তরঞ্জন রায় নিজে।
প্র : হাতে লেখা পুথিটি গ্রন্থাকারে প্রকাশিত হয় কবে, কোথা থেকে, কার সম্পাদনায়?
উ : ১৯১৬ (১৩২৩ বঙ্গাব্দ) খ্রিষ্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষৎ থেকে শ্রীকৃষ্ণকীর্তন বসন্ত রঞ্জন রায়ের সম্পাদনায় প্রকাশিত হয়।
প্র : বসন্তরঞ্জন রায়কে কী বিশেষ উপাধি দেয়া হয়, কে দেন?
উ : বিদ্বদ্বল্লভ। নবদ্বীপের ভুবনমোহন চতুষ্পাঠীর অধ্যক্ষ কর্তৃক এই উপাধি প্রদান করা হয়।
প্র : বৈষ্ণব পদাবলির আদি রচয়িতা কে?
উ : বড়ু চন্ডীদাস।
প্র : শ্রীকৃষ্ণকীর্তন বাংলার দ্বিতীয় গ্রন্থ কোন দিক থেকে?
উ : ভাষা ও রচনাকাল।
প্র : এই গ্রন্থে কবিতার পাশাপাশি আর কোন গুণ প্রধান?
উ : নাট্যিক গুণ।
প্র : এই গ্রন্থের কবি বড়ু চন্ডীদাসের নাম কত ভাবে পাওয়া যায়?
উ : অনন্ত চন্ডীদাস, চন্ডীদাস, বড়ু চন্ডীদাস ইত্যাদি ভাবে। এর মধ্যে বড়ু তাঁর কৌলীন্য উপাধি, চন্ডীদাস গুরদত্ত নাম, অনন্ত প্রকৃত নাম।
প্র : শ্রীকৃষ্ণকীর্তন কাব্য থেকে চারটি পঙক্তি লেখ।
উ : কে না বাঁশী বাএ বড়ায়ি কালিনী নই কুলে।
কে না বাঁশী বাএ বড়ায়ি এ গোঠ-গোকুলে ॥
আকুল শরীর মোর বেআকুল মন।
বাঁশীর শবদেঁ মো আউলাইলোঁ রান্ধন ॥
প্র : বড়ু চন্ডীদাস কবে মারা যান?
উ : আনুমানিক ১৩৯৯ খ্রিষ্টাব্দ (বসন্তরঞ্জনের মতে)।

Exit mobile version