বাংলায় বর্গীয় ব-এর ব্যবহার আছে। অন্তঃস্থ ব-এর ব্যবহার আছে উচ্চারণ নেই। অন্তঃস্থ ব-এর উচ্চারণ উঅ (w) বা কখনো v-এর মতো। উচ্চারণ কখনো হয় না। সংযুক্ত বর্ণে ব্যঞ্জনের পরে ব-ফলা রূপে অন্তঃস্থ ব বসে, তবে ব-ফলার কোন উচ্চারণ হয় না। বানানের বেলায় ঐতিহ্য হিসেবে এবং অর্থের পার্থক্য বোঝাতে বাংলা ভাষায় এর প্রয়োজন রয়েছে। ব-ফলার উচ্চারণ না হলেও পূর্বস্থিত ব্যঞ্জনের দ্বিত্ব ভাব ঘটায়। প্রথম অক্ষরে ব-ফলা থাকলে তার উচ্চারণ হয় না।
বিদ্বান (বিদ্দান)
দ্বিত্ব (দিত্তো, ত দ্বিত্ব হয়েছৈ ব-ফলার প্রভাবে)
স্বামী (শামি) এখানে প্রথম অক্ষরে থাকায় ব-ফলার কোন কার্যকরী ভূমিকা নেই) পক্ব (পক্কো) ক দ্বিত্ব হয়েছে।