Wednesday, October 9, 2024

ভ দিয়ে বাগধারা ও বাক্য প্রয়োগ তৈরি

ভুঁইফোঁড় (অর্বাচীন, হঠাৎ অভ্যুদিত): করিম দেখছি, আচ্ছা ভুঁইফোড় লোক গানের সা-রে-গা-মা তো জানে না, ওস্তাদ বনে গিয়েছে।
ভুঁইফোঁড় (নবীন) : হাসেম ব্যবসায় ভুঁইফোঁড় হওয়ায় লাভ কম হচ্ছে।
ভুখণ্ডীর কাক (দীর্ঘায়ু ব্যক্তি) : একশ বিশ বছরের বৃদ্ধটি ভুখণ্ডীর কাকের ন্যায় বেঁচে আছে।
ভূখন্ডীর কাক (অলস ব্যক্তি): দুনিয়া বৃথা একথা প্রমাণের চেষ্টার মত নিষ্কর্ম ভূখন্ডীর কাকের কথা মনে করিয়ে দেয়।
ভাইয়ের ভাত ভাজের হাত (ভ্রাতৃগৃহে বসবাসকারী যে স্ত্রীলোক ভাইয়ের অন্ন খায় ভ্রাতৃবধূর কর্তৃত্বও সয়): বেগম নিতান্ত অসহায়, তাই ভাইয়ের ভাত ভাজের হাত দুই-ই জুটেছে।
ভাজে ঝিঙে ত বলে পটোল (সত্য গোপন করে মনে রাখবার জন্য মিথ্যা প্রচার করা): লোকটির ডেঁপোমি দেখলে, সংসার চলে না, ভাজে ঝিঙে ত বলে পটোল।
ভানুমতীর খেলা (অবিশ্বাস ব্যাপার) : পাঁচতলা ছাদ থেকে পড়ে গিয়ে বেঁচে গেল, এ যে ভানুমতির খেলা।
ভানুমতীর খেলা (অবিশ্বাস্য ব্যাপার) : পাঁচতলা ছাঁদ থেকে পড়ে গিয়ে বেঁচে গেল, এ যে ভানুমতির খেলা।
ভালুক জ্বর (ক্ষণস্থায়ী জ্বর): ম্যালেরিয়া রোগী গফুর তার ভালুক জ্বর ছেড়ে যাওয়া মাত্র ভাত খেল।
ভাড়ের কলসী (স্বার্থসিদ্ধির উপায়): মাহমুদ মোড়ল রহমানকে ভাড়ের কলসীর মতন ব্যবহার করে।
ভিজা বিড়াল (কপটাচারী): সে একজন ভিজা বিড়াল, বাইরে শান্ত ভিতরে কূট।
ভিজে বিড়াল (গোবেচারা) : কুদ্দুসের মতো ভিজে বেড়াল দিয়ে এ কাজ হবে না।
ভিটায় ঘুঘু চরা (সর্বস্বান্ত) : জমিদাররা আগে প্রজাদের ভিটেয় ঘুঘু চরাতেন।
ভিটায় ঘুঘু চরান (সর্বনাশ করা): সামান্য প্রজা হয়ে তুমি আমার বিরুদ্ধে যাচ্ছ, ঠিক আছে, তোমার ভিটায় ঘুঘু চরাবো দেখো।
ভীমরুলের চাকে খোঁচা দেওয়া (ক্রোধ উদ্রেক করা বা উত্তেজিত করা): প্রচলিত জনমতের বিরুদ্ধাচরণ করা আর ভীমরুলের চাকে খোঁচা দেওয়া এক কথা।
ভেরেণ্ডা ভাজা (বেকার জীবনযাপন করা) : লেখাপড়া না করে সারাদিন ভেরেণ্ডা ভাজলে চলবে।
ভেরেন্ডা ভাজা (অকাজের কাজ): আবদুল, আর ক’দিন ভেরেন্ডা ভাজবে, কাজ নেই, কাম নেই শুধু ঘুমানো।
ভেড়ার গোয়ালে আগুন লাগা (বিপদের প্রতিকার চেষ্টা নেই অথচ কোলাহল সৃষ্টি): সাপ না মেরে গোলমাল, ইহা ভেড়ার গোয়ালে আগুন লাগার কথা স্মরণ করাবে।
ভূতের বাপের শ্রাদ্ধ (অতিরিক্ত অপব্যয়) : ভূতের বাপের শ্রাদ্ধ কেবল পরের টাকা দিয়েই সম্ভব।
ভূতের বাপের শ্রাদ্ধ (অত্যধিক ব্যয়): অন্যের টাকায় ভূতের বাপের শ্রাদ্ধ অনেকেই করে।
ভূতের বেগার (বৃথা পরিশ্রম): সারা জীবন ভূতের বেগার খাটলাম।
ভূতের বেগার খাটা (নিষ্ফল পরিশ্রম) : সারাজীবন ভূতের বেগার খেটে গেলাম, ফল পেলাম না।
ভরাডুবি (সর্বনাশ) : চোরা-চালানদের জন্য দেশীয় শিল্পের একদিন নিশ্চিত ভরাডুবি হবে।
ভরাডুবি (সর্বনাশ): মামলার পর মামলায় হেরে অবশেষে তার ভরাডুবি হল।
ভরাডুবির মুক্তিলাভ (হৃতবিশিষ্ট): সবই তো গেছে, এখন অস্থাবর সম্পত্তিটা আমার ভরাডুবির মুক্তিলাভ।
ভষ্মে ঘি ঢালা (যথাসময়ে কাজ না করে কাজ নষ্ট হয়ে গেলে পরিশ্রম করা বা অর্থ ব্যয় করা): মতিন সারা বছর পড়াশুনা না করে পরীক্ষার পূর্বরাত্রি জেগে পড়ে ভস্মে ঘি ঢালছে।
ভষ্মে ঘি ঢালা (নিষ্ফল কাজ) : তোমাকে পড়ার উপদেশ দেয়া আর ভষ্মে ঘি ঢালা একই কথা।
ভষ্মে ঘি ঢালা (নিষ্ফল কাজ) : তোমাকে পড়ার উপদেশ দেয়া আর ভষ্মে ঘি ঢালা একই কথা।

তথ্যসূত্র: পুরাতন বইয়ের দোকান/লাইব্রেরি হতে বিভিন্ন লেখকের বাংলা ব্যাকরণ বই সংগ্রহ করে তা এখানে লিপিবদ্ধ করা হয়েছে।

Related Articles

Latest Articles