Friday, November 8, 2024

মধ্য অ-র উচ্চারণ

(i) শব্দের মধ্যস্থিত ব্যঞ্জনে যুক্ত-অ-র পরে ই, ঈ, উ, ঊ, ঋ-কার ও ক্ষ, জ্ঞ, য ফলা থাকলে অ-কার সাধারণত ও-কারের মতো উচ্চারিত হয়।
উদাহরণ : জননি (জনোনি), সুদক্ষ (শুদোক্খো), সুরম্য (শুরোম্মো), অদম্য (অদোম্মো)।

(ii) তিন বা তার অধিক বর্ণে গঠিত শব্দের মধ্যস্থিত অ-কারের আগে অ, আ, এ অথবা ও-কার থাকলে উক্ত মধ্য অ ও-কার হিসেবে উচ্চারিত হয়।
উদাহরণ : কোমল (কোমোল্), রতন (রতোন্) ইত্যাদি।

ব্যতিক্রম : না বোধক ও সহযোগ বোঝালে ওপডরের নিয়ম থাকবে না। অমল (অমল্), সজল (সজল) ইত্যাদি।

(iii) বাংলায় কিছু সমাসবদ্ধ তৎসম শব্দের মধ্য অ ও-কার হিসেবে উচ্চারিত হয়।
উদাহরণ : উপবন (উপোবোন), বনবাসী (বনোবাসি), দীনবন্ধু (দিনোবোন্ধু) ইত্যাদি।

Related Articles

Latest Articles