Tuesday, October 8, 2024

মানিক দত্ত

প্র : চন্ডীমঙ্গল কাব্যের আদি কবি কে?
উ : মানিক দত্ত।
প্র : মানিক দত্তের জীবনকাল সম্পর্কে মত দাও।
উ : দীনেশচন্দ্র সেন বলেছেন ত্রয়োদশ শতাব্দী। আশুতোষ ভট্টাচার্যসহ কোনো কোনো গবেষক মনে করেন মানিক দত্ত ষোড়শ শতাব্দীর কবি।
প্র : তাঁর পরিচয় কী?
উ : তিনি মালদহ জেলার ফুলুয়া (বর্তমানে ফুলবাড়ি) অঞ্চলে জম্মগ্রহণ করেন। তাঁর নিজের দেয়া আত্মপরিচয় থেকে জানা যায় যে, তিনি ছেলেবেলায় বিকলাঙ্গ ছিলেন। দেবী চন্ডীর কৃপায় তিনি ভাল হন এবং কাব্য সাধনায় মনোনিবেশ করেন।

Related Articles

Latest Articles