Wednesday, December 4, 2024

মামুনুর রশীদ

প্র : মামুনুর রশীদ কবে, কোথায় জন্মগ্রহণ করেন?
উ : ১৯৪৮ সালের ১৯শে ফেব্রুয়ারি, টাঙ্গাইলের ঘাটাইলে।
প্র : তিনি মূলত কী হিসেবে পরিচিত?
উ : নাট্যকার হিসেবে।
প্র : তাঁর প্রকাশিত নাটকের নাম কী?
উ : ওরা কদম আলী (১৯৭৮), ওরা আছে বলেই (১৯৮০), মে দিবস (১৯৮১), ইবলিশ (১৯৮২), এখানে নোঙর (১৯৮৬), গিনিপিগ (১৯৮৫), সমতট (১৯৯০), পাথর (১৯৯৩), লেবেদেফ (১৯৯৭) ইত্যাদি।
প্র : ‘ওরা কদম আলী’ নাটকের পরিচয় দাও।
উ : ১৯৭৮ সালে ‘ওরা কদম আলী’ প্রকাশের মধ্য দিয়ে মামুনুর রশীদের আবির্ভাব ঘটে নাট্যকার হিসেবে। শোষিত-নিপীড়িত, বঞ্চিত মানুষের জন্য নাটক লিখতে গিয়ে তিনি নাটকে নিয়ে এসেছেন প্রতিবাদ ও প্রতিরোধ চেতনা। আর বঞ্চিত, শোষিত মানুষের শ্রেণি সংগ্রামের রূপকার হিসেবে মামুনুর রশীদের ‘ওরা কদম আলী’ নাটক সমকালীন বাংলা নাট্য-সাহিত্যের ধারায় যুক্ত করেছেন বিশিষ্ট মাত্রা। গরিব ও মেহনতি মানুষের ব্যক্তিক প্রতিবাদ সামষ্টিক রূপ কীভাবে পরিগ্রহ করে কদম আলী নামের একটি বোবা চরিত্রের মধ্য দিয়ে এ নাটকে তা দেখানো হয়েছে। তবে কদম আলীদের ‘ওরা’ ভাবা হয়েছে। ‘আমরা’ ভাবতে পারেন নি লেখক।
প্র : তিনি কী পুরস্কার লাভ করেন?
উ : বাংলা একাডেমী পুরস্কার (১৯৮২), আলাওল সাহিত্য পুরস্কার (১৯৯০)।

Related Articles

Latest Articles