Wednesday, December 4, 2024

মালাধর বসু (গুণরাজ খান)

প্র : মালাধর বসুর সন কত?
উ : ১৫শ শতকের তৃতীয় বা চতুর্থ দশকে।
প্র : তিনি কোথায় জন্মগ্রহণ করেন?
উ : বর্ধমান জেলার কুলিন গ্রামে।
প্র : তিনি মূলত কী ছিলেন?
উ : মধ্যযুগে বাংলা সাহিত্যের কবি।
প্র : তিনি তাঁর কবিত্ব শক্তির জন্য শাসমুদ্দীন ইউসুফ সাহের কাছ থেকে কী উপাধী লাভ করেন?
উ : গুণরাজ খান।
প্র : তাঁর রচিত কাব্যের নাম কী?
উ : শ্রীকৃষ্ণবিজয়।
প্র : এই কাব্যে কী বর্ণিত হয়েছে?
উ : ভগবত অনুসরণে শ্রীকৃষ্ণের জন্ম ও তাঁর লীলা।

Related Articles

Latest Articles