সাহিত্যিক

মুকুন্দরাম চক্রবর্তী, কবিকঙ্কণ

প্র : মুকুন্দরাম চক্রবর্তী জীবনকাল কত?
উ : আনুমানিক (১৫৪০-১৬০৪)।
প্র : তিনি কোথায় জন্মগ্রহণ করেন?
উ : দামুন্যা গ্রাম, বর্ধমান।
প্র : তিনি মূলত কী ছিলেন?
উ : কবি।
প্র : মেদিনীপুরের রাজা রঘুনাথ রায়ের অনুরোধে তিনি কোন কাব্য লেখেন।
উ : চন্ডীমঙ্গল।
প্র : তাঁকে কী বলে আখ্যায়িত করা হয়?
উ : দুঃখ বর্ণনার কবি।
প্র : কবি তাঁর রচনার স্বীকৃতি স্বরূপ কী উপাধি লাভ করেন?
উ : কবিকঙ্কণ।
প্র : কে এই উপাধি প্রদান করেন?
উ : রাজা রঘুনাথ রায়।
প্র : তাঁর রচনা কি কারণে স্মরণীয়?
উ : মধ্য যুগের বাংলা সাহিত্যে মানব-রসের তিনি প্রথম ও একমাত্র স্রষ্টা।
প্র : আধুনিককালে জন্মালে মুকুন্দরাম কবি না হয়ে কী হতেন বলে মনে করা হয়?
উ : ঔপন্যাসিক।
প্র : সুকুন্দরাম সৃষ্ট কোন চরিত্রগুলোকে সর্বাপেক্ষা জীবন্ত বলা হয়?
উ : বেনে মুরারি শীল, দাসী দুর্বলা ও ভাঁড়ু দত্ত।

Exit mobile version