Wednesday, September 11, 2024

মূর্ধন্য-ণ, দন্ত্য-ন

তৎসম শব্দের বানানে ণ, ন-য়ের নিয়ম ও শুদ্ধতা রক্ষা করতে হবে। এছাড়া তদ্ভব, দেশী, বিদেশী, মিশ্র কোন শব্দের বানানে নত্ব-বিধি মানা হবে না অর্থাৎ ণ ব্যবহার করা হবে না। যেমন: অঘ্রান, ইরান, কান, কোরান, গুনতি, গোনা, ঝরনা, ধরন, পরান, সোনা, হর্ন।

তৎসম শব্দে ট ঠ ড ঢ-য়ের পূর্বে ণ হয়। যেমন: কণ্টক, লুণ্ঠন, প্রচ-। কিন্তু তৎসম ছাড়া অন্য সকল শব্দের ক্ষেত্রে ট ঠ ড-য়ের আগেও কেবল ন হবে।

Previous article
Next article

Related Articles

Latest Articles