মুখ তুলে চাওয়া (প্রসন্ন হওয়া) : দীর্ঘদিন পর বিধাতা এবার মুখ তুলে চেয়েছেন।
মুখ রাখা (মান রাখা): সৈয়দ হক এম. এ. পরীক্ষায় স্বর্ণপদক পেয়ে বাপের মুখ রেখেছে।
মাথায় ওঠা (প্রশ্রয় পেয়ে ধৃষ্ট হওয়া): পরের ছেলে, তাকে আদর দিতেই মাথায় উঠতে চায় দেখছি।
মুখে চুনকালি দেওয়া (কলঙ্ক দেওয়া): কুলাঙ্গার মেয়ে বংশের মুখে চুনকালি পরালো।
মুখে ফুল চন্দন পড়া (শুভ সংবাদের জন্য ধন্যবাদ): আমাকে এই সুসংবাদ দেওয়ার জন্য তোমার মুখে ফুল চন্দন পড়ুক।
মগের মুল্লুক (অরাজকতায় পূর্ণ দেশ) : সন্ত্রাসীদের দাপটে মনে হয়, আজ আমরা মগের মুল্লুকে বাস করছি।
মগের মুল্লুুক (দস্যু-বাটপারের দেশ): আমার বাগানের সব ফল জোর করে পেড়ে নিয়ে খাবে, আস্পর্ধা তো কম নয়। এটা কি মগের মুল্লুুক পেয়েছ?
মাকাল ফল (অন্তঃসারশূন্য লোক): এ্যাঁ, বলো কি? লেখাপড়া জানে না, দেখতে তো সুন্দর? এ যে মাকাল ফল।
মাকাল ফল (অন্তঃসারশূন্য) : অধিকাংশ ছাত্ররাই প্রকৃত বিদ্যার্জন না করে আজ ডিগ্রিধারী মাকাল ফলে পরিণত হচ্ছে।
মাছি মেরে হাত কাল করা (ছোট কাজ করে অখ্যাতি অর্জন): খান সাহেবের ছেলে হাশিম খান বাড়ির কাজের মেয়েটির গায়ে হাত তুলল, এ যে দেখছি সে মাছি মেরে হাত কাল করল।
মাছি-মারা কেরানি (জি-হুজুর ধরনের ব্যক্তি) : ছাত্তার মাছি-মারা কেরানি, তাকে দিয়ে এ কাজ হবে না।
মাছের মা (নির্মম): রুনি বেগমের নিজের পেটের ছেলের উপর দয়ামায়া নেই, যেন মাছের মা।
মাছের মার পুত্র শোক (মাছ তার বাচ্চা খেয়ে ফেলে, সেক্ষেত্রে তার পুত্রশোক অস্বাভাবিক): কালোবাজারের কল্যাণে হাজার হাজার টাকা লুটছ, গেলই বা কয়েক’শ টাকা, তাতে কি আসবে যাবে। মাছের মা’র আবার পুত্রশোক?
মাছের মার পুত্রশোক (কপট শোক প্রকাশ) : দরিদ্রদের জন্য রাজনীতিবিদদের দরদ্টা মাছের মার পুত্রশোকের মতই।
মাটির মানুষ (কোমল প্রকৃতির) : ফারুক সাহেবের মতো মাটির মানুষ আর দেখিনি।
মাটির মানুষ (নিরীহ ব্যক্তি): করিম সাহেব মাটির মানুষ, এমন মহাপ্রাণ ব্যক্তি সচরাচর বিরল।
মাঠে মারা যাওয়া (ব্যর্থতায় পর্যবসিত হওয়া): চোর ধরার এত ষড়যন্ত্র, শেষ পর্যন্ত মাঠে মারা যাবে ভাবতে পারিনি।
মাৎস্যন্যায় (অরাজকতা, মৎস্যের ন্যায় হানাহানী): দেশ যে দুর্নীতিতে মাৎস্যন্যায় হয়ে উঠল, শেষরক্ষা হবে কীভাবে?
মাথা খাওয়া (সর্বনাশ করা): পিতা পুত্রকে আদর দিয়ে তার মাথা খাওয়ার উপক্রম করেছেন।
মাথা খোঁড়া (মাটিতে মাথা ঠোকা) : একমাত্র সন্তানকে হারিয়া মা মাটিতে মাথা খুড়ছে।
মাথাকাটা যাওয়া (অপমানিত ও লজ্জিত হওয়া) : তৃতীয় বিভাগে পাশ করে শফিকের মাথা কাটা গিয়েছে।
মাথার মণি (শ্রদ্ধেয়): শেরেবাংলা ফজলুল হক বাঙালির মাথার মণি।
মাথায় ওঠা (প্রশ্রয় পেয়ে ধৃষ্টতা) : গ্রামের বখাটে ছেলেরা লাই পেয়ে মাথায় উঠেছে।
মাথায় রাখা (ভক্তি সম্মান বা আদর-যত্ন করা): মায়ের দেওয়া ধুতি চাদর মাথায় রাখি, ওরে ভাই।
মানিকজোড় (অন্তরঙ্গ বন্ধুদ্বয়): আলতাফ ও শরীফের গলায় গলায় ভাব, দুইটিতে যেন মানিকজোড় কেউ কাকেও একদন্ড ছেড়ে থাকতে পারে না।
মানিকজোড় (উপযুক্ত মিলন) : রহিম-আসাদ দু’জনে একেবারে মানিক জোড়।
মানে মানে (সসম্মানে): ভায়া, এখনো বলছি মানে মানে বিদায় হও, নইলে তুমি নাকালের একশেষ হবে।
মান্ধাতার আমল (প্রাচীনকাল): শিক্ষার অভাবে আমাদের দেশের মানুষ আজও মান্ধাতার আমলের রীতিনীতি অনুসরণ করছে।
মামার বাড়ির আব্দার (সহজে মেটে এমন আকাক্সক্ষা): কি ব্যাপার, একি মামার বাড়ির আব্দার পেয়েছ যে চাইলে টাকা দেব।
মিছরির ছুরি (মুখে মধু অন্তরে বিষ) : করিম ভাই এর কথাগুলো আমার কাছে মিছরির ছুরির মত মনে হয়েছে।
মিছরির ছুরি (মুখে মধু অন্তরে বিষ): লোকটির কথা যেন মিছরির ছুরি শুনতে তো মিষ্টিই লাগে, কিন্তু অন্তরের মোক্ষম জায়গায় গিয়ে আঘাত করে।
মেও ধর (ঝুঁকি লওয়া): শরীরের উপর যে এত অত্যাচার করছ, অসুখ হলে মেও ধরবে কে?
মেনিমুখো (সলজ্জ): কলেজে পড়া ছেলে, কিন্তু এখনো সেই মেনিমুখো হয়ে থাকলে ভবিষ্যৎ যে অন্ধকার।
মণিকাঞ্চন যোগ (যোগ্যের সঙ্গে যোগ্যের মিল): দ্বিতীয় মহাযুদ্ধে ইংল্যান্ডের সঙ্গে আমেরিকার মিতালী যেন মনিকাঞ্চন যোগ।
মণিকাঞ্চন যোগ (সুন্দরের সাথে সুন্দরের মিলন) : যেমন বর, তেমন কনে। এ যেন মণিকাঞ্চন যোগ।
মন না মতি (মানবচিত্তের অস্থিরতা): মানব মন, তার তো পরিবর্তন ঘটতে পারে, কথায় বলে মন না মতি।
মন পড়ে থাকা (বিশেষ বিষয়ে আকর্ষণ) : খেলাধুলায় মন পড়ে থাকলে পড়া মুখস্থ হবে না।
মনে ধরা (পছন্দ হওয়া) : পরেশের আচরণ আমার খুব মনে ধরেছে।
মনে লাগা, মনে ধরা (পছন্দ হওয়া): মেয়েটি নিখুঁত সুন্দরী, আর শিক্ষিতা, তাই আমাদের মনে লেগেছে।
মন্দের ভালো (অপেক্ষাকৃত ভালো) : ফেল করার চেয়ে তৃতীয় বিভাগ পাওয়া মন্দের ভালো।
মরার উপর খাঁড়ার ঘা (বিপদের ওপর বিপদ) : অন্যায়ের বিচার চাইতে থানায় গিয়ে উল্টো তাকেই জরিমানা দিতে হয়েছে। এ যেন মরার উপরে খাঁড়ার ঘা।
মরণ কামড় (অনিষ্ট করার শেষ চেষ্টা) : জঙ্গি তৎপরতা আমাদের দেশের উপর মরণ কামড় দিয়েছে।
মশা মারতে কামান দাগা (সামান্য কাজে বিরাট আয়োজন) : চাঁদাবাজ দমনের জন্য পুলিশ এনে মশা মারতে কামান দাগা হলো।
মশা মারতে কামান দাগা (সামান্য কাজেই বিরাট আয়োজন): সামান্য একখানা বই চুরির ব্যাপার-এরই জন্য কোর্ট কাছারী, এ যে দেখছি মশা মারতে কামান দাগা।
মুসকিল আসান (বিপদ কেটে যাওয়া) : মনির এখানে আসাতে আমি একটা মহা মুশকিল থেকে আসান পেলাম।
মুস্কিল আসান (বিপদের শান্তি): ঝড়ের তোড়ে পড়েছিলাম বাপু, মুস্কিল আসানের জন্য পাঁচ পীরের নাম স্মরণ করতে হল।
তথ্যসূত্র: পুরাতন বইয়ের দোকান/লাইব্রেরি হতে বিভিন্ন লেখকের বাংলা ব্যাকরণ বই সংগ্রহ করে তা এখানে লিপিবদ্ধ করা হয়েছে।