Wednesday, September 11, 2024

ম স্থানে অনুস্বার

সন্ধির নিয়ম অনুসারে ম্ + অন্তস্থ ব = ং ব, কিন্তু ম্ + বর্গীয় ব = ম্ব অথবা ং ব, যথা-

নিম্নলিখিত শব্দে অন্তস্থ ব আছে, সেজন্য ং ব শুদ্ধ ম্ব অশুদ্ধ-
অসংবৃত – বশংবদ – সংবরণ – সংবিৎ
কিংবদন্তী – বারংবার – সংবর্ধনা – সংবিধান
কিংবা – সংবৎ – সংবলিত – সংবেদন
প্রিয়ংবদা – সংবৎসর – সংবাদ – স্বয়ংবর

নিম্নলিখিত শব্দে বর্গীয় ব আছে, সেজন্য ম্ব ংব দুই-ই শুদ্ধ-
সম্বন্ধ, সংবন্ধ – সম্বল, সংবল – সম্বুদ্ধ, সংবুদ্ধ
সম্বন্ধী, সংবন্ধী – সম্বাধ, সংবাধ – সম্বোধন সংবোধন

‘কিম্বা প্রিয়ম্বদা সম্বর্ধনা সম্বলিত স্বয়ম্বর’ ইত্যাদি অশুদ্ধ হইলেও অনেকে লেখেন।

Related Articles

Latest Articles