বাংলায় কার্যত য এবং জ-এর মধ্যে উচ্চারণগত কোন পার্থক্য নেই। অন্তঃস্থ য এর সংস্কৃত উচ্চারণ ছিল ‘ইঅ’ বোঝানোর জন্য অন্তঃস্থ য় বর্ণের সৃষ্টি হয়েছে। বাংলায় য ইঅ না হয়ে জ-এর কাছাকাছি (প্রায় অভিন্ন) উচ্চারিত হয়।
যদি (জোদি)
যখন (জখোন)
জাতীয় (জাতিয়ো)
জীব (জিব্)
যাত্রা (জাত্ত্রা)
যাদুঘর (জাদুঘর)
যোগাড় (যোগাড়)
জনতা (জনোতা)
জটিল (জোটিল)
জীবনী (জিবোনি)
জোয়াল (জোয়াল)
জলধি (জলোধি)