বাগধারা

য দিয়ে বাগধারা ও বাক্য প্রয়োগ তৈরি

যক্ষের ধন (অতিশয় কৃপণের ধন): তুমি তো টাকা কড়ি যক্ষের ধনের মত আগলে বসে আছ, তাতে কি লাভ।
যক্ষের ধন (কৃপণের সম্পত্তি) : দুলুর মতো যক্ষের ধন দিয়ে সমাজ সেবা করা চলে না।
যাচ্ছে তাই (নিকৃষ্ট) : আবীদের কাজটা একেবারে যাচ্ছে তাই হয়েছে।
যেখানে সেখানে (যত্রতত্র) : যেখানে সেখানে ধূমপান করা শাস্তিযোগ্য অপরাধ।
যত গর্জে তত বর্ষে না (আড়ম্বরের তুলনায় কাজ কম): বড় সাহেব কেরানীদের খুব শাসান, কিন্তু কারও কোন ক্ষতি করেন না, দেখে মনে হয় যত গর্জে তত বর্ষে না।
যম যন্ত্রণা (মৃত্যু): একমাত্র সন্তানের নিখোঁজ সংবাদে মাতাপিতা, যম-যন্ত্রণা ভোগ করলেন।
যমের অরুচি (সহজে যে মারা যায় না এই অর্থে): আশি বছরের বৃদ্ধের প্রতি যমেরও অরুচি।

তথ্যসূত্র: পুরাতন বইয়ের দোকান/লাইব্রেরি হতে বিভিন্ন লেখকের বাংলা ব্যাকরণ বই সংগ্রহ করে তা এখানে লিপিবদ্ধ করা হয়েছে।

Exit mobile version