Friday, October 4, 2024

য-ফলা

(i) শব্দের প্রথমে য-ফলা যুক্ত ব্যঞ্জন ধ্বনি থাকলে ঐ ব্যঞ্জনের পরে অ বা আ-কার থাকলে তা এ্যা-কার হিসেবে উচ্চারিত হয় :
ত্যক্ত (ত্যাক্তো), ব্যাহত (ব্যাহোতো), ব্যবস্থা (ব্যাবোস্থা)। অবশ্য শব্দের প্রথম ব্যঞ্জনের সাথে য-ফলা থাকলেও ব্যঞ্জনের পরে যদি ই-কার বা ঈ-কার থাকে তাহলে য-ফলা বর্ণটি এ্যা-কারান্ত না হয়ে এ-কারান্ত হয় :
ব্যথিত (বেথিতো), ব্যক্তিত্ব (বেক্তিত্তো), ব্যতীত (বেতিতো)।

(ii) শব্দের মধ্যে বা শেষে যুক্ত ব্যঞ্জনের সাথে য-ফলা থাকলে তা উচ্চারিত হয় না :
সন্ন্যাসী (শোন্নাশি), স্বাস্থ্য (শাস্থো), সন্ধ্যা (শোনধা)।

(iii) শব্দের মধ্যে বা শেষে ব্যঞ্জনের সাথে য-ফলা যুক্ত হলে সেই ব্যঞ্জনটি দ্বিত্ব হয় এবং ও কারান্ত হয় :
নব্য (নোব্বো), কন্যা (তোথ্থো), সভ্য (শোব্ভো), লভ্য (লোব্ভো)।
পণ্য (পোন্নো), কন্যা (কোন্না) বাধ্য (বাদ্ধো)।

Previous article
Next article

Related Articles

Latest Articles