Wednesday, September 11, 2024

রামনিধি গুপ্ত

প্র : রামনিধি গুপ্তর ডাক নাম কী?
উ : নিধু (বাবু)
প্র : তিনি কী কারণে বিখ্যাত?
উ : বাংলা টপ্পা সঙ্গীতের প্রবর্তক হিসেবে।
প্র : কীভাবে তিনি টপ্পা সৃষ্টি করেন?
উ : বাংলায় টপ্পা গান ছিল না। ১৭৭৬ খ্রিষ্টাব্দে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকুরি সূত্রে বিহারের ছাপরায় গমন এবং হিন্দুস্তানি টপ্পা শিক্ষাগ্রহণ করেন। ১৭৯৪ খ্রিষ্টাব্দে কলকাতায় ফিরে তিনি বাংলায় টপ্পা রচনা ও পরিবেশন করেন।
প্র : তাঁর রচিত বিখ্যাত টপ্পার উদাহরণ দাও।
উ : নানান দেশের নানান ভাষা
বিনে স্বদেশী ভাষা
পুরে কি আশা?
প্র : তাঁর টপ্পা সঙ্গীত সংকলনের নাম কী?
উ : গীতরতœ (১৮৩২)।

Related Articles

Latest Articles