Wednesday, September 11, 2024

রামরাম বসু

প্র : রামরাম বসু কোথায়, কবে জন্মগ্রহণ করেন?
উ : হুগলি জেলার চুঁচুড়ায়; ১৭৫৭ খ্রিষ্টাব্দে।
প্র : তিনি স্মরণীয় কেন?
উ : বাংলা গদ্যের প্রাথমিক যুগের গুরুত্বপূর্ণ লেখক হিসেবে।
প্র : তিনি কোন ভাষায় পা-িত্য অর্জন করেন?
উ : পারসি ভাষায়্ এই ভাষা শেখার জন্য প্রথম জীবনে সুপ্রিম কোটের পারসি দোভাষী উইলিয়াম চেম্বারের অধীনে কাজ করেন।
প্র : তিনি উইলিয়াম কেরিকে কোন ভাষা ভাল করে শেখান?
উ : বাংলা ভাষা (১৭৯৩ থেকে ১৭৯৬ পর্যন্ত)
প্র : তিনি কেরি সাহেবের কী হিসেবে পরিচিত হন?
উ : কেরি সাহেবের মুন্সি।
প্র : কোন প্রতিষ্ঠানের সঙ্গে তিনি আমৃত্যু জড়িত ছিরেন?
উ : ফোর্ট উইলিয়াম কলেজ।
প্র : তিনি রাজা প্রতাপাদিত্য চরিত্র (১৮০১)
উ : ফোর্ট ইলিয়াম কলজের পাঠ্যপুস্তকের অভাব দূর করার জন্য।
প্র : গ্রন্থটি কেন লিখেন?
উ : ফোর্ট উইলিয়াম কলেজের পাঠ্যপুস্তকের অভাব দূর করার জন্য।
প্র : বাংলা ভাষায় প্রথম মুদ্রিত মৌলিক গ্রন্থ কোনটি?
উ : রাজা প্রতাপাদিত্য চরিত্র।
প্র : তাঁর আর একটি বিখ্যাত গ্রন্থের নাম লিখ।
উ : লিপিমালা (১৮০২)।
প্র : তিনি কবে মৃত্যুবরণ করেন?
উ : ০৭.০৮.১৮১৩।

Related Articles

Latest Articles