Wednesday, September 11, 2024

রোকনুজ্জামান খা (দাদাভাই)

প্র : রোকনুজাজামান খান দাদাভাই কবে, কোথায় জন্মগ্রহণ করেন?
উ : ১৯২৫ সালের ৯ই এপ্রিল, ফরিদুপুরের পাংশাতে।
প্র : তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থের নাম কী?
উ : ছড়া : হাট্টিমাটিম (১৯৬২); অনুবাদ : আজব হলেও গুজব নয় (১৯৫৪); সম্পাদনা : আমার প্রথম লেখা (১৯৫৭), ঝিকিমিকি (গল্পসংকলন)।
প্র : তিনি বিখ্যাত কেন?
উ : দৈনিক ইত্তেফাকের কচি-কাঁচার মেলার প্রতিষ্ঠাতা দাদাভাই বলে।
প্র : তিনি কী কী পুরস্কার লাভ করেন?
উ : বাংলা একাডেমী পুরস্কার (১৯৬৮), বাংলাদেশ শিশু একাডেমী শিশু সাহিত্য পুরস্কার (১৯৯৪)।

Related Articles

Latest Articles