Friday, December 6, 2024

র-ফলা

(i) শব্দের প্রথমে অ-কারান্ত ব্যঞ্জনে র-ফলা যুক্ত হলে র-ফলা যুক্ত ব্যঞ্জনটি ও-কারান্ত হয়, তবে দ্বিত্ব হয় নয় :
গৃহ (গোরোহো), প্রধান (প্রোধান) ক্রম (ক্রোম), ব্রত (ব্রোতো)।

(ii) শব্দের মধ্যে বা শেষে ব্যঞ্জনবর্ণের সাথে র-ফলা যুক্ত হলে ঐ ব্যঞ্জনটি দ্বিত্ব হয় :
অনুগ্রহ (অনুগ্গ্রোহ), বিচিত্র (বিচিত্ত্রো), পরিশ্রম (পোরিস্স্রোম)।

(iii) সংযুক্ত ব্যঞ্জনবর্ণে র-ফলা থাকলে সেই র-ফলা উচ্চারিত হয় :
মন্ত্র (মনত্রো), অস্ত্র (অস্ত্রো), কেন্দ্র (কেন্দ্রো)।

Previous article
Next article

Related Articles

Latest Articles